এহসানুল হক, বসিরহাট, আপনজন: প্রয়োজন হলে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করব, যাতে সংখ্যালঘুরা আর অবহেলিত না হন। বিভিন্ন দল রাজনৈতিক ব্যক্তিত্বরা মুসলমানদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে, শুধুই মুসলিমরা ভোট দিয়েছে তাদের উন্নয়ন কিছুই হয়নি। এমনটাই মন্তব্য করলেন জাগরণী মঞ্চের পক্ষ থেকে আরাফ ফাউন্ডেশন এর কর্ণধার পীরজাদা খোবায়েব আমিন। মঙ্গলবার দুপুর দুটো থেকে সংখ্যালঘু জাগরণী মঞ্চের পক্ষ থেকে বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়। দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষেরা আসেন বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফে। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুরফুরা শরীফের পীরজাদা মেহতাব সিদ্দিকী, আঞ্জুমানে অয়াইজিনের বিভিন্ন ব্যক্তিবর্গ, ছিলেন সমাজসেবী কারী মাওলানা নিজামুদ্দিন কাশেমী, সীরাত এডুকেশনাল ওয়েলফেয়ার ট্রাস্ট এর সম্পাদক আবু সিদ্দিক খান, বসিরহাট জেল ইমাম মাওলানা দ্বীন ইসলাম বৈদ্য সহ একাধিক বিশিষ্টজনেরা। এদিনের এই সমাবেশে প্রত্যেকটা বক্তার বক্তব্য ছিল সংখ্যালঘু উন্নয়ন নিয়ে। তারা বলেন মুসলিমদেরকে শুধু ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা হয়েছে।। মারছে মুসলিম মরছে মুসলিম। তাদেরকে শুধু লেটেল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। আমরা আজ থেকে শপথ নিলাম গ্রামে গ্রামে জাগরণী সমাবেশ হবে, মানুষকে সচেতন করতে। আরাফ ফাউন্ডেশন সব সময় মানুষের কাছে আছে মানুষের পাশে থাকবে। যদি আমরা অধিকার ফিরে পেতে রাজনীতিতে নামতে হয় তাহলে রাজনীতি করব কিন্তু মানুষের অধিকার লুন্ঠিত হতে দেব না। এদিনের এই সমাবেশ, দূর দূরান্ত থেকে বহু মানুষ সমবেত হয়। সকলকে এগিয়ে আসার আহ্বান জানান পীরজাদা খোবায়েব আমিন। বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবীদ নিজামুদ্দিন কাসেমী বলেন, আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে শিখতে হবে। অন্যের আশায় কেউ বসে থাকবেন না। নিজে রোজগার করার চেষ্টা করুন। আপনার অর্থ থাকলে কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না। আজ মুসলিমদের ঘরে ঘরে অর্থ নেই যার জন্য আমরা অবহেলিত। তৃণমূল সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই সরকার মুসলিমদের কোন অধিকার দেয়নি। আজকে কেন মুসলিমরা পিছিয়ে রয়েছে। শুধুই কি ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহারিত হবে মুসলিমরা। সেই প্রশ্নই তোলেন তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct