আপনজন ডেস্ক: এবার সারাবিশ্বজুড়ে ৬ ছয় হাজার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে ফিলিপস। প্রতিষ্ঠানের অর্থনৈতিক সক্ষমতা পুনরুদ্ধারের লক্ষ্যেই এমন পদক্ষেপ নিতে চলেছে এই ডাচ কোম্পানিটি। ফিলিপসের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের মধ্যেই কর্মী হ্রাসের পরিকল্পিত সংখ্যার অর্ধেক ছাঁটাই করবে। ফিলিপসের সিইও রয় জ্যাকব জানান, কয়েক মাসের মধ্যে ১০ হাজার কর্মী ছাঁটাই হচ্ছে, যা ফিলিপসের বর্তমান কর্মীদের প্রায় ১৩ শতাংশ। গুগল, মাইক্রোসফট, অ্যামাজন ও জার্মান সফটওয়্যার নির্মাতা এসএপিজি খরচ কমানোর জন্য সাম্প্রতিক সময়ে হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলোর পদাঙ্ক অনুসরণ করে ফিলিপসও সে পথেই হাঁটছে। যদিও এই প্রতিষ্ঠানটির চতুর্থ প্রান্তিকের আয় প্রত্যাশার তুলনায় অনেক ভালো ছিল। তার পরেও তাদের এমন সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলকে অবাক করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct