আপনজন ডেস্ক: ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশন (আইডিসি) বলছে, গত বছর চীনে স্মার্টফোন বিক্রি ছিল ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২২ সালে চীনের বাজারে স্মার্টফোন বিক্রি হয়েছে ২৮ কোটি ৬০ লাখ ইউনিট। ২০২১ সালে যেখানে স্মার্টফোন বিক্রি হয়েছিল ৩২ কোটি ৯০ লাখ ইউনিট। গত বছর বিশ্বের বৃহত্তম স্মার্টফোন বাজারে বিক্রি ২০১৩-পরবর্তী সর্বনিম্নে দাঁড়িয়েছে। এছাড়া গত ১০ বছরের মধ্যে এই প্রথম চীনে স্মার্টফোন বিক্রি ৩০ কোটির নিচে। এতদিন তাদের বাজারে শীর্ষ স্মার্টফোন বিক্রেতা ছিল ভিভো। গত বছর অ্যান্ড্রয়েড হ্যান্ডসেট নির্মাতাটির বাজার দখল ছিল ১৮ দশমিক ৬ শতাংশ। তবে চীনা স্মার্টফোন নির্মাতা জায়ান্টটির বিক্রি বছরওয়ারি ২৫ দশমিক ১ শতাংশ কমেছে। দ্বিতীয় সর্বোচ্চ স্মার্টফোন বিক্রি হয়েছে অনরের। অপোর সঙ্গে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ স্মার্টফোন বিক্রি হয়েছে অ্যাপলের। একই সঙ্গে অ্যাপলের স্মার্টফোন বিক্রি বছরওয়ারি ৪ দশমিক ৪ শতাংশ কমেছে। চতুর্থ প্রান্তিকে শীর্ষ ব্র্যান্ড ছিল অ্যাপেল।শুধু চীনের বাজার নয়, একই অবস্থা পুরো বিশ্ববাজারেও।২০২২ সালে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি হয়েছে ১২০ কোটি ইউনিট। যে তার আগের বছরের তুলনায় ১১ শতাংশ কম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct