দেবাশীষ পাল, মালদা, আপনজন: বেনিফিশিয়ারির বাড়িতে দেখা করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। গতকাল রাত্রি ন’টা নাগাদ মালদার গাজলের পান্ডুয়া এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে মুখ্যমন্ত্রী সভাস্থলে যাওয়া বেনিফিশিয়ারির বাস। ঘটনাস্থলে মৃত্যু হয় ২ মহিলার। পাশাপাশি ৩৯ জন গুরুতর ভাবে জখম হয়েছেন। সকলকে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। বর্তমানে প্রত্যেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের দেকতে যান মন্ত্রী। গতকালই খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। পাশাপাশি জানা যায় দু’ জন মৃত মহিলার নাম সোহেলী হাঁসদা বাড়ি কালিয়াগঞ্জে এবং নিয়তি সরকার বাড়ি পুরাতন মালদায়। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সফরের আগেই সকালে মৃত বেনিফিশিয়ারির বাড়ির পরিবারের সাথে দেখা করতে যান পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এ ধরনের দুর্ঘটনায় একদমই মর্মান্তিক পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct