মনিরুজ্জামান, বারাসত, আপনজন: উত্তর ২৪ পরগনার বারাসাত -১ নম্বর ব্লকের মৌলানা আবুল কালাম আজাদ মেমোরিয়াল হাই মাদ্রাসায় মঙ্গলবার বিশ্ব নবী দিবস, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও শিক্ষার পাশাপাশি খেলাধূলায় মনোযোগী হওয়ার কথা বলেন বিশিষ্ট শিক্ষক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও রাজ্য তৃণমূল কংগ্রেস মাদ্রাসা শিক্ষক সংগঠনের সভাপতি একেএম ফারহাদ। শেষ নবী তথা নবীকুলের সেরা নবী মোহাম্মদের (সাঃ) মূল্যবান বাণী বর্তমান সমাজে যত বেশি প্রচারিত ও মান্যতা পাবে ততই সমাজ ব্যবস্থা উন্নততর হবে বলে তিনি আশা প্রকাশ করেন। ছাত্রজীবন হল জীবনের শ্রেষ্ঠ সময়। সেইজন্য এই সময়টা অবহেলায় অপচয় না করে পিতা-মাতা এবং শিক্ষকদের নির্দেশ মতো নির্দিষ্ট কর্মক্রিয়া করে যাওয়ার কথা শিক্ষার্থীদের বলেন একেএম ফারহাদ। শি ক্ষার্থীদের মধ্যে সৃজনশীল বিকাশের মধ্যে দিয়ে উদ্ভাবনী শক্তি তৈরী হওয়ার বার্তা দেন তিনি। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ইছা হক সরদার,হালিমা বিবি, প্রধান নূরুল হক,মোঃইছা, পরিচালন সমিতির সম্পাদক কাজী আকবর আলি, সভাপতি সোনামিঞা বাদশা,শিক্ষক শিক্ষিকাদের মধ্যে নূরুল হক, সেখ জুলফিকার আলী, সওকাত হোসেন পিয়াদা,পরিমল ঘোষ,দেবস্মিতা,প্রতীক, ফজিলা খাতুন, বনশ্রী মন্ডল, গিয়াসউদ্দিন মন্ডল, ইমতিয়াজ আসলাম সহ শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct