নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: তিলজলায় ৪২ নম্বর বাসস্ট্যান্ডের কাছে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। প্রথমে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৭টি ইঞ্জিন আসে। পরে আরো পাঁচটি ইঞ্জিন আনা হয়।শুরু হয়আগুন নেভানোর কাজ। এলাকার মানুষজনকে নিরাপদ স্থানের সরিয়ে নিয়ে যাওয়া হয়। টানা ৪ ঘণ্টার চেষ্টায়আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ধোঁয়া থাকার কারণে স্পটে পৌঁছতে ও আগুন নেভাতে বেগ পেতে হয়দমকলবাহিনীকে। এই মুহূর্তে কুলিং ডাউন প্রসেস চলছে। প্রাথমিক তদন্তে দমকল বাহিনীর অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে। কোন হতাহতের খবর নেই। ক্ষয়ক্ষতি পরিমানও জানা যায়নি। তিনজলা এলাকায়ঘিঞ্জি অলিগলিতে একাধিক নানা ধরনের কারখানা রয়েছে। ওইসব এলাকায়অলিতে গলিতে রয়েছে বৈদ্যুতিক তারের জতুগৃহ। নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা বা সিস্টেম। অলিগলি থাকায়আগুন লাগলে দমকলের ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct