নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: বিধানসভার অন্দরে বহু বিধায়ক পরিষদীয় নিয়মকানুন জানেন না। যার ফলে ভুল করে বসেন তাঁরা। বিধায়কদের প্রশিক্ষিত করে তুলতে তাই এবার প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে বিধানসভার তরফে। ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ নামের এই কর্মসূচি আগামী ৬ ফেব্রুয়ারি বিধানসভার নবনির্মিত প্ল্যাটিনাম জুবিলি ভবনের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে।বিধানসভা সূত্রে খবর, ২০২১ সালে রাজ্য বিধানসভায় বিধায়ক হিসেবে প্রথম নির্বাচিত হয়েছেন যারা তাদের সংখ্যাটা অর্ধেকের বেশি। তৃণমূল ও বিজেপি মিলিয়ে ১৫০ জন প্রথম বিধায়ক হয়েছেন। এই বিশাল সংখ্যক বিধায়করা বিধানসভার রীতি নীতি বিষয়ে সড়গড় নয়। যার ফলে বিধানসভায় আলোচনা ও বিতর্কে অংশ নেওয়ার সময় তাঁরা কিছু পদ্ধতিগত ভুল করে বসেন। পরিষদীয় রীতি নীতি না জানা থাকায় বিপাকে পড়তে হয় একাধিক পুরোনো বিধায়কদেরও। আর শাসক-বিরোধী সব দলের বিধায়কদের ‘শিক্ষিত করে তুলতে তাই বিশেষ ক্লাসের আয়োজন করছে বিধানসভা। আগামী ৬ ফেব্রুয়ারি, বিধানসভার নবনির্মিত প্ল্যাটিনাম জুবিলি ভবনের প্রেক্ষাগৃহে এই প্রশিক্ষণ শিবির হবে বলে জানা গিয়েছে। বিধায়কদের এই ক্লাস নেওয়ার কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’।বিধায়কদের কারা প্রশিক্ষণ দেবেন ওরিয়েন্টেশন প্রোগ্রামে? বিধানসভা সূত্রে খবর, প্রশিক্ষক বা টিচার হিসেবে একঝাঁক অভিজ্ঞ ব্যক্তিকে আনা হবে ওই কর্মসূচিতে। উদ্বোধনী পর্বে থাকবেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। থাকবেন রাজ্যের দুই প্রবীণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং মানস ভুঁইয়া। অভিজ্ঞ বিধায়ক বিধায়ক হিসেবে পরিচিত নির্মল ঘোষ, তাপস রায়ও ওই কর্মসূচিতে পাঠ দেবেন। তৃণমূল কংগ্রেসের এক সময়ের বিধায়ক, বর্তমানে সাংসদ সৌগত রায়কেও প্রশিক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির চিফ হুইপ মনোজ টিগ্গাকেও। তবে বিজেপির তরফে এই কর্মসূচিতে অংশ নেওয়া হবে কি না, তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মনোজ টিগ্গা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct