নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার শ্মশান দুর্নীতি মামলায় অস্বস্তিতে সৌমেন্দু ।মঙ্গলবার তাঁর বিরুদ্ধে করা এফআইআর খারিজের আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের নির্দেশ, -' আগের মতো তদন্ত চালিয়ে যেতে পারবে পুলিশ। এবং তদন্তে সহযোগিতা করতে হবে সৌমেন্দুকে'। এর পাশাপাশি আদালত এও জানিয়েছে -' তদন্তে সহযোগিতা করলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ'। তদন্তের কোনও পর্যায়ে কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু সহযোগিতা না করলে লিখিতভাবে তাঁকে শোকজ করতে পারবে পুলিশ। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাইকে জিজ্ঞাসাবাদের সময় ভিডিয়ো রেকর্ডিং করতে হবে পুলিশকে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট । আদালত সুত্রে প্রকাশ, সৌমেন্দু কাঁথি পুরসভার পুরপ্রধান থাকাকালীন কাঁথি কলেজ মাঠ সংলগ্ন শ্মশানের সামনে কয়েকটি স্টল নির্মাণে উদ্যোগী হয়েছিল পুর কর্তৃপক্ষ। সৌন্দর্যায়নের জন্যও কাজ শুরু হয়। অভিযোগ, ওই স্টল নির্মাণে বিপুল অঙ্কের আর্থিক দুর্নীতি হয়েছে। এ নিয়ে সৌমেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের হয় কাঁথি থানায়। সংশ্লিষ্ট মামলায় একাধিক বার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। ওই এফআইআর খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।মঙ্গলবার আদালত সৌমেন্দুর এফআইআর খারিজের আবেদনে সায় দিলনা। তদন্ত চালিয়ে যেতে বলা হয়েছে রাজ্য পুলিশ কে। এখন দেখার এই নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে আপিল পিটিশন দাখিল করেন কিনা সৌমেন্দু?
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct