নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: ড্রাইভিং লাইসেন্সের জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হত। এবার সেই ব্যবস্থার বদল হতে চলেছে। এবার ২৪ ঘন্টায় মিলবে ড্রাইভিং লাইসেন্স। মঙ্গলবার রাজ্যজুড়ে এই পরিষেবার উদ্বোধন করবেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ।পরিবহণ দফতর সূত্রে খবর, ড্রাইভিং লাইসেন্স পেতে মানুষের দীর্ঘদিন অপেক্ষা করতে হত। নতুন পদ্ধতি চালু হওয়ার পরে দ্রুত লাইসেন্স পাবেন মানুষ। সাধারণ মানুষকে সহজে এবং দ্রুত পরিষেবা দেওয়ার লক্ষ্যে নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। এর ফলে যেমন লাইসেন্স পেতে মানুষের হয়রানি বন্ধ হবে, পাশাপাশি বন্ধ হবে দালালরাজও। পরিবহণ দফতরের এক কর্তা জানান, বাড়িতে বসে অনলাইনে লাইসেন্সের আবেদন করার পর আবেদনকারীরা নির্দিষ্ট দিনে পরীক্ষা দিলে তার একদিনের মধ্যেই পাবে লাইসেন্স।
নতুন ব্যবস্থায় কীভাবে কাজ হবে? পরিবহন দফতরের এক আধিকারিক জানান, প্রথমে অনলাইনে লাইসেন্সের জন্য আবেদন করতে হবে আবেদনকারীকে। আবেদন করার পর সেখান থেকে একটি তারিখ জানানো হবে পরীক্ষার জন্য। সেই নির্ধারিত দিনে স্থানীয় আরটিও অফিসে গিয়ে থিওরিটিক্যাল ও প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশ নিতে হবে আবেদনকারীকে। সেখানে ছবি তোলা সহ অন্যান্য যে নিয়ম রয়েছে, সেগুলি করিয়ে নেওয়া হবে। এরপর ২৪ ঘণ্টার মধ্যেই এসএমএস যাবে আবেদনকারীর মোবাইলে। অনলাইনেই ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন আবেদনকারী। এরপর সেটির প্রিন্ট আউট বের করে রেখে দিতে পারবেন। বিষয়টি নিয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, সাধারণ মানুষের সুবিধায় প্রথমে অনলাইনে ড্রাইভিং লাইসেন্স চালু করা হয়েছিল। আর এবার আমরা ২৪ ঘণ্টায় লাইসেন্স প্রদান প্রক্রিয়া শুরু করছি। শুধু সঠিক প্রক্রিয়ায় আবেদন করে একদিন পরীক্ষা দিতে হবে। পরীক্ষার ২৪ ঘণ্টার মধ্যেই লাইসেন্স পাওয়া যাবে। ড্রাইভিং লাইসেন্স পেতে আর বারবার মানুষকে আরটিও অফিসে যেতে হবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct