নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: হাওড়া জেলা প্রাণী কল্যাণ পর্ষদ ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে প্রাণী কল্যাণ পক্ষের জেলাস্তরের উদযাপন উপলক্ষে সোমবার ৩০ জানুয়ারি হাওড়ায় এক সচেতনতা শোভাযাত্রা কর্মসূচি নেওয়া হয়। ওই শোভাযাত্রায় হাওড়ার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়। এদিনের বর্ণাঢ্য শোভাযাত্রায় সচেতনতা ট্যাবলো বিভিন্ন পথ পরিক্রমা করে। ছাত্রছাত্রীদের হাতেও ছিল সচেতনতা প্ল্যাকার্ড। শোভাযাত্রা কর্মসূচির পর এদিন হাওড়া ময়দান ফ্লাইওভারের নিচে প্রাণী কল্যাণ সম্বন্ধীয় এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এই কর্মসূচি সম্পর্কে হাওড়া জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উপ অধিকর্তা স্বরূপ বক্সি বলেন, “রাজ্য জুড়ে অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফোর্টনাইট প্রতি বছর পালিত হয় ১৪ জানুয়ারী থেকে ৩০ জানুয়ারী পর্যন্ত। এদিন সোমবার ৩০ জানুয়ারী সমাপ্তি অনুষ্ঠানটি করা হচ্ছে। গত শনিবার থেকে একটি ট্যাবেলো ঘুরেছিল সারা জেলা জুড়ে। এই ট্যাবেলোতে বিভিন্ন লেখা রয়েছে বিভিন্ন প্রচারমূলক বক্তব্য সেখানে রয়েছে। সেকানে রেকর্ডেড অডিওর মাধ্যমে সচেতনতা প্রচার চলেছে। আমাদের সামনে থাকা বিভিন্ন প্রাণীদের উপর আমরা জেনে বুঝে বা না বুঝে অত্যাচার করে চলেছি। তার বিরুদ্ধে সচেতন করার জন্য সাধারণ মানুষের কাছে এই সচেতনতা বার্তা তুলে ধরা হচ্ছে। এটা একটা জনসচেতনতামূলক অনুষ্ঠান। প্রচারের উদ্দেশ্য এইসব অত্যাচারিত পশুদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য। রাস্তাঘাটে অবলা পশুদের উপর অত্যাচারের ঘটনা যাতে না ঘটে তার জন্য সংবিধানে আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু সেই ব্যাপারে সাধারণ মানুষের অনেকেরই জানা নেই। এই বিষয়ে জানানোর জন্যই প্রতি বছর প্রচার করা হয়। সাধারণ মানুষ যত তাড়াতাড়ি এই ব্যাপারে অবহিত হবেন তত তাড়াতাড়ি পশুদের উপর এই অত্যাচারও কমে যাবে। তবে, এই ব্যাপারে এখন মানুষ আগের চাইতে অনেক সচেতন হয়েছেন।” এদিনের কর্মসূচি নিয়ে হাওড়া জেলা পরিষদের মৎস ও প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ অজয় মন্ডল বলেন, “প্রাণী মানুষের জীবনের সঙ্গে ওতপ্রতোভাবে জড়িত। যে সব মানুষ প্রাণীদের লালনপালন করেন তাঁদের উৎসাহ দেওয়া হয়। যারা প্রাণীদের প্রতি নিষ্ঠুর তাঁদের সচেতন করা হয়। এত প্রচার সত্ত্বেও কিন্তু এখনও সব মানুষ সচেতন হয়নি। যারা সচেতন হবেন না তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কিছু কিছু ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করাও হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct