মনিরুজ্জামান, বারাসত, আপনজন: আজকে নয়, বাংলার লোক সংস্কৃতি দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বের কাছে সমাদৃত হয়ে আসছে দীর্ঘদিন ধরে।সেই ধারাবাহিকতা বজায় রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে লোক উৎসব অনুষ্ঠিত হচ্ছে এই শীতের আমেজে।এখানে বিশেষ ভাবে উল্লেখ্য বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের উদ্যোগে ১৯৫৬ সালে সৃষ্টি হওয়া উত্তর ২৪ পরগনার হাবড়ার বাণীপুর লোক উৎসব দীর্ঘদিন ধরে মানুষের মনে আনন্দ দিয়ে আসছে। যেখানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়ের মতো বিশিষ্ট ব্যক্তিদের আগমনে মুখরিত হয়ে উঠেছিল এই মেলা। ২৮ জানুয়ারি চলতি বছরের বাণীপুর লোক উৎসব-২০২৩ শুরু হয়েছে।চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।এই উৎসবের তৃতীয় দিন সোমবার সন্ধ্যায় উপস্থিত হয়ে সাংসদ সুব্রত বক্সী বলেন, বাংলার লোক সংস্কৃতি অত্যন্ত জনপ্রিয়।তাই সেই সকল শিল্পীদের বাঁচিয়ে রাখার লক্ষ্যে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্মানিক ভাতার ব্যবস্থা করেন যা বিশেষ ভাবে উল্লেখযোগ্য।এই লোক উৎসব আয়োজক কমিটির প্রধান রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কথায় উঠে আসে বাণীপুর লোক উৎসবের সুদীর্ঘ ইতিহাস। তিনি বলেন, জেলার বিভিন্ন প্রান্ত থেকে পাঁচ শতাধিক স্টলের সমন্বয়ে অত্যন্ত সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। এলাকাবাসীদের স্বতঃস্ফূর্ত আগমনে মুখরিত হয়ে উঠেছে এই মেলা প্রাঙ্গণ।এলাকার বিভিন্ন কৃষিজ এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে নির্মিত নানা ধরনের সামগ্রীতে ক্রেতাদের কাছে এক নতুনত্ব জায়গা দখল করেছে এই মেলা। সোমবারের সন্ধ্যায় এই লোক উৎসবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণ সাহা,বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct