সেখ রিয়াজউদ্দিন ও আজিম সেখ, বীরভূম, আপনজন: বীরভূম জেলার রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থার যে মাঠ, তার সবুজ ধ্বংস করে রামপুরহাট পৌরসভা পৌর উৎসবের আয়োজন করতে চলেছে বলে অভিযোগ সিপিএমের। সেই উৎসবের বিরোধিতা করে সোমবার সিপিএম বিক্ষোভ মিছিল ও ধর্না অবস্থান করল রামপুরহাট মহকুমা শাসক অফিসের সামনে। বাম সংগঠন ডিওয়াইএফআই ও এসএফআই-এর পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিল প্রদর্শন করা হয়। উল্লেখ্য আগামী ১লা থেকে ৩ রা ফেব্রুয়ারি পর্যন্ত রামপুরহাট পৌরসভার উদ্যোগে পৌর উৎসবের আয়োজন করা হয়েছে। সেই সমস্ত অনুষ্ঠান বন্ধ তথা উৎসবের নামে মচ্ছব বন্ধ করার দাবি জানিয়ে উক্ত দুই সংগঠনের পক্ষ থেকে রামপুরহাট মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। তাদের অবিযোগ, এই অনুষ্ঠানের মাধ্যমে রামপুরহাট মহকুমার একমাত্র ক্রীড়া সংস্থার মাঠের সবুজ সম্পন্ন ধ্বংস হয়ে যাচ্ছে, মাঠের ও সর্বনাশ করে ছাড়ছে। পাশাপাশি আরও দাবি রামপুরহাট মহকুমার একমাত্র সাংস্কৃতি অনুষ্ঠান মঞ্চ রক্তকরবী দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় আছে বলেও অভিযোগ। তাই তাদের প্রশ্ন আরেকটি স্টেডিয়াম ধ্বংস করে উৎসব পালন করার অর্থ কী? লক্ষ লক্ষ টাকা খরচ করে যে উৎসব হচ্ছে সেই টাকার উৎস কি জানতে চেয়ে রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। উৎসব বন্ধের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয় দুটি সংগঠনের পক্ষ থেকে বলে জানান সিপিআইএম জেলা কমিটির সদস্য সঞ্জীব বর্মন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct