নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: মানসিক অবসাদে গায়ে কেরোসিন তেল ঢেলে অগ্নিদগ্ধ হয়ে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ঘোরট মহাদেবপুর গ্রামে।পুলিশ সূত্রে জানা গেছে,মৃত ওই মহিলার নাম মানোয়ারা বিবি (৫৫)।বাড়ি মহাদেবপুর গ্রামে।নিজের গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছে বলে খবর।ওই গৃহবধূর আর্ত চিৎকারে গ্রামবাসীরা ছুটে এলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গেছে ওই গৃহবধূর বিয়ে হয়েছিল হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রামপুর গ্রামে।প্রায় পাঁচ বছর আগে সে স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে চলে আসে বাবার বাড়ি।তারপর থেকে মহাদেবপুরেই সে থাকতো। রামপুর গ্রামে তার স্বামীর সাথে দুই ছেলেও বসবাস করে বলে জানা গেছে।স্বামী দ্বিতীয়বার বিয়ে করায় মানোয়ারা মানসিক অবসাদে ভুগছিল বলে জানান তার পাড়া-প্রতিবেশীরা।এর আগে বহুবার তার ছেলেরা মাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করেও কিন্তু মানোয়ারা তার স্বামীর বাড়ি যেতে নারাজ ছিল।এদিন সকালে নিজের ঘরে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। মানোয়ারার চিৎকারে পাড়া-প্রতিবেশী এবং তার ভাইয়েরা ছুটে এলেও তাকে বাঁচাতে পারেননি।ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।মানোয়ারার ভাইয়ের ছেলে হাবিবুর রহমান জানান পিসি নিজের সংসার ছেড়ে তার বাপের বাড়িতেই বসবাস করছিল দীর্ঘদিন ধরে।ওর শ্বশুর বাড়ির লোকেরা ওকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু কোন কাজ হয়নি।বেশ কয়েক বছর ধরে মানসিক অবসাদে ভুগছিল। এদিন সকালবেলা নিজের গায়ে আগুন লাগিয়ে দেয়।মৃত মনোয়ারার ভাগ্নি সাবিনা খাতুন জানান এদিন সকালেও মাসির সঙ্গে কথা হয়েছে।সকালে ওকে নিজের বাড়ির সামনে উঠানে ঘোরাঘুরি করতে দেখেছে অনেকে। কিন্তু হঠাৎ করে এইভাবে আত্মহত্যা করবে বুঝতে পারিনি। মৃত মানোয়ারার স্বামী লাল মহম্মদ জানান,তার দ্বিতীয় বিয়ে করার পর থেকে প্রথম পক্ষের স্ত্রী ঝগড়া করে বাপের বাড়ি চলে যায়। তাকে বারবার আনতে গেলেই সে আসতে চাইনি। হয়তো মানসিক অবসাদে গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যা করেছে। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct