আপনজন ডেস্ক: উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় রাজনৈতিক ও অর্থনৈতিক সঙ্কটের মধ্যে পার্লামেন্ট নির্বাচনে গতকাল রোববার দ্বিতীয় দফা ভোট গ্রহণ করা হয়েছে। সকাল ৮টায় ভোট শুরু হয় এবং ১৩১টি আসনের বিপরীতে ২৬২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থী না থাকায় সাতটি আসনে ভোট হচ্ছে না। এই আসনগুলো পূরণের বিশেষ নির্বাচন পরবর্তীতে অনুষ্ঠিত হবে, সম্ভবত মার্চ মাসে। প্রেসিডেন্ট কাইস সাইদ ২০২১ সালের জুলাইয়ে সরকারকে বরখাস্ত করেন এবং পার্লামেন্ট ভেঙে দেন। সংবিধান সংশোধন করার আগে তিনি তা স্থগিত করে দেন। এর আগে ২০১৪ সাল থেকে প্রচলিত পার্লামেন্টারি ব্যবস্থা বাতিল করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct