নকীব উদ্দিন গাজী ও বাইজিদ মণ্ডল, ডায়মন্ডহারবার, আপনজন: মগরাহাট পশ্চিম বিধানসভার তৃণমূল বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লার পুলিশকে দুটাকার চাকর বলাকে সমর্থন করলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, পুলিশ যেভাবে রাজ্য সরকারের দালালি করছে তাতে তৃণমূল নেতাদের থেকে এমন মন্তব্য করা ঠিক আছে কিভাবে স্বাভাবিক। সোমবার ডায়মন্ড হারবার এম বাজারের সামনে বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ ১৮ জন আইএসএফ কর্মীর মুক্তির দাবিতে ডায়মন্ড হারবারে প্রতিবাদ সভা করে সংযুক্ত মোর্চা আর সেই সভা থেকে এমনটাই মন্তব্য করেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, আইএসএফ তৃণমূল কংগ্রেসের মাথা যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে, তাই বিধায়ক নওশাদ সিদ্দিকী কে অনৈতিকভাবে গ্রেপ্তার করে লালবাজারে রেখেছে। বিরোধী কণ্ঠরোধ করতে চাইছে শাসক দল। ১ তারিখে নওশাদ সিদ্দিকী সহ বাকিদের মুক্তি না দিলে বাংলা জুড়ে বৃহত্তর আন্দোলন চলবে। পাশাপাশি যুবনেতা কুন্তল ঘোষের বাড়ি থেকে টেট পরীক্ষার ওএমআর শিট পাওয়া নিয়ে তিনি বলেন প্রাইমারি কাউন্সিলের চেয়ারম্যান বড় বড় কথা বলেছিলেন স্বচ্ছ ভাবে পরীক্ষা গ্রহণ করা হবে তাহলে কিভাবে কুন্তলের বাড়িতে ওএমআর শিট গেল। এর পেছনে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠরা রয়েছেন অবিলম্বে ঘটনার তদন্ত দরকার। পাশাপাশি অমর্ত্য সেন নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যতে সুজন চক্রবর্তী বলেন, মোদি ও বিশ্বভারতী কর্তৃপক্ষ অমর্ত্য সেন কে অপমান করছেন রাজ্যের ভূমি দপ্তর রাজ্য সরকারের অধীনে তাই অমর্ত্য সেনের জমির রেকর্ড তার হাতে তুলে দেওয়া রাজ্য সরকারের দায়িত্ব এটা কোন অস্বাভাবিক ব্যাপার নয়। অন্যদিকে হিরন ও অজিতের দ্বৈরথ নিয়ে তিনি বলেন তৃণমূল নেতারা সবাইকে ফাঁসানোর জন্যই রয়েছে। তাই তারা বিধায়ক কেন অভিনেতাকেও ছাড়ছে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct