নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: সম্প্রতি কয়েকটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।টেট ২২ ডিসেম্বর ১১ তে শেষ হয়েছে।খুব তাড়াতাড়ি ফল পাওয়া যাবে।ফল প্রকাশের কিছু কাজ বাকি আছে।এদিন সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন। গত ২০ ১৪ ,২০১৭ টেট এর সাথে গুণগত পার্থক্য রয়েছে।পরীক্ষার দিন,ও এম আর সিট পেয়েছেন। সেটা ডুপ্লিকেট কপি।অরিজিনাল কপি আমাদের কাছে আছে।২২ এর সবার ও এম আর সিট আছে,আমাদের কাছে দাবি করেন গৌতম পাল।
তিনি আরোও বলেন, এবারে ও এম আর সিট এর কপি কোথাও রেখে দেন ফেলে দেন,সেটা তার দায়িত্ব। এর দায় পর্ষদ নেবে না।২০২২-র ১১ ডিসেম্বর রাজ্যে নজিরবিহীন নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয়েছে টেট। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষের কাছাকাছি। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে ছিল ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। স্রেফ পরীক্ষার্থীরা নন, পরীক্ষাকেন্দ্রে শিক্ষকদেরও মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিল পর্ষদ। কিন্তু তাতেও কি কোন গাফিলতি ছিল সে নিয়ে প্রশ্ন উঠছে। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করেছে ইডি। অভিযোগ, চাকরি দেওয়ার নামে প্রায় ১৯ কোটি টাকা নিয়েছেন তিনি। শুধু তাই নয়, কুন্তলের বাড়ি থেকে পাওয়া গিয়েছে কয়েকশো টেট পরীক্ষার্থীর ও এম আর শিট ও অ্যাডমিট কার্ডের প্রতিলিপি। এদিন সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি গৌতম পাল বলেন, 'পরীক্ষার্থীদের ওএমআর শিটের কপি পেয়েছেন। অরিজিনাল কপি আমাদের কাছে আছে। পরীক্ষার্থীদের অনুরোধ করব, আপনার বিভ্রান্ত হবেন না। ২০২২ সালের টেট পরীক্ষার্থীদের ও এম আর শিট অত্যন্ত সুরক্ষিত আছে। ঠিক সময়েই ফল প্রকাশ করা হবে'। কোন বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই ।কোন দুশ্চিন্তার পড়ার প্রয়োজন নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct