আপনজন ডেস্ক: সুইডেনের পর এবার ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের পাশে একটি মসজিদের সামনে ও দেশটির তুরস্কের দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে। সুইডেনে ডানপন্থীদের পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্বে মুসলিম দেশগুলোর প্রতিবাদের মধ্যেই এবার ডেনমার্কে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কোপেনহেগেনে পবিত্র কোরআন পুড়িয়েছেন রাসমুস পালুদান নামের এক ব্যক্তি। পালুদান সুইডেন ও ডেনমার্কের দ্বৈত নাগরিক। তিনি ডেনমার্কের ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা। পালুদান গত ২১ জানুয়ারি সুইডেনের রাজধানী স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ান। সুইডেনে পবিত্র কোরআন পুড়িয়ে ইতিমধ্যে তুরস্ক সরকারের তোপের মুখে পড়েছেন তিনি। গত বছরের এপ্রিলে পালুদান ঘোষণা দেন, পবিত্র রমজান মাসে তিনি বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পবিত্র কোরআন পোড়াবেন। তার এই ঘোষণায় সুইডেনজুড়ে দাঙ্গা শুরু হয়েছিল। সেই ঘোষণা মোতাবেক তিনি প্রথমে সুইডেনে, এরপর ডেনমার্কে এ কাণ্ড ঘটালেন। বাংলাদেশ, সৌদি আরব, জর্ডান ও কুয়েতের মতো কয়েকটি মুসলিম দেশ সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় নিন্দা জানিয়েছে। নিন্দা জানিয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct