সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: রাজ্যের বিরোধী দল নেতা তথা বিজেপির নেতা শুভেন্দু অধিকারী একাধিক বার রাজ্যর শাসক দল তৃণমূলের একাধিক দুর্নীতির বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছেন সেই মতো প্রধান মন্ত্রী আবাস যোজনা, একশো দিনের কাজ, মিড ডে মিল নিয়ে রাজ্য একের পর এক কেন্দ্রীয় তদন্ত কারি দল আসছে সেই মতো মুর্শিদাবাদ জেলায় শনিবার সন্ধ্যায় ডোমকল ব্লকের জুড়ান পুর পঞ্চায়েত অফিসে আসেন কেন্দ্রীয় তদন্ত কারি দল, কিন্তু প্রধানের বিরুদ্ধে গ্রাবাসীদের বিক্ষোভের মধ্যে পড়ে গিয়ে কিছু তদন্ত না করতে পেয়ে বেরিয়ে যায় তদন্ত কারি দল। রবিবার আবার ডোমকল ব্লকের গড়াইমারি অঞ্চলের কুচিয়ামোড়া এলাকায় ঘুকে কেন্দ্রীয় তদন্ত কারি দল, আবাস যোজনা থেকে শুরু করে একশো দিনের কাজ ও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গাছের বাগান পরিদর্শন করেন কেন্দ্রীয় তদন্ত কারি দল। এমনকি যেখানে পুকুর, নালা কাঁটা হয়েছে সেই সব স্থানে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তদন্ত কারি দল। অন্য দিকে জুড়ান পুর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করার ঘটনায় প্রধানের সর্মথকে এক অভিযোগকারীকে রবিবার সকালে বেধড়ক মারধর করার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় যদিও আহত ব্যক্তি কে স্থানীয়রা উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করেন সেখানেই চিকিৎসারত আহত ব্যক্তি উহাব আলী সেখ (৫৭)। এই ঘটনায় সাত জনকে গ্রেফতার করে ডোমকল থানার পুলিশ বলে পুলিশ সূত্রে জানা যায়। কেন্দ্রীয় তদন্ত কারি দল আসায় ডোমকল ব্লক তৃণমূল সভাপতি হাজিকুল ইসলাম বলেন রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিজেপি সরকার এই সব করছে, ডোমকলের অনেক মানুষ পরিযায়ী শ্রমিক তারা বিভিন্ন রাজ্য কাজ করে কোনো রকমে বাড়িটা বানিয়েছে তার মানে এই নয়যে তারা ঘর পাওয়ার যোগ্য নয়। সবই রাজনৈতিক খেলা বলেও তৃণমূল ব্লক সভাপতির দাবি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct