নুরুল ইসলাম খাঁন, কলকাতা, আপনজন: রক্তের ক্রমবর্ধমান ঘাটতি মেটাতে কলকাতা পুলিশ গৌরবময় ভূমিকা পালন করছে।এই বিষয়ে ‘উৎসর্গ’, প্রকল্পের মাধ্যমে কলকাতা পুলিশের তরফে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মানিকতলায় থানায়। উদ্যোগে ছিল কলকাতা পুলিশের কমিউনিটি পুলিসিং উইং। এদিনের শিবিরে মোট ৭৫ জন রক্তদাতা রক্তদান করেন। রক্তদান কেন্দ্র পরিদর্শনে করেন ডেপুটি কমিশনার অফ পুলিশ (ইস্ট সুবার্বান ডিভিশন) শ্রী প্রিয়ব্রত রায়, আইপিএস ও ডেপুটি কমিশনার অফ পুলিশ ২ (ইস্ট সুবার্বান ডিভিশন) শ্রী অরুময় মুখার্জী। ছিলেন সংশ্লিষ্ট থানার ওসি অরিন্দম পান্ডা। তাঁরা সাক্ষাৎ করেন রক্তদাতাদের সঙ্গে এবং তাদের অনুপ্রাণিত করেন। রক্তের চাহিদা মেটাতে তাঁদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানা গিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct