বিচিত্র জীবন
সোমা পাল
বেঁচে থেকে এ নিহত প্রাণ..,
দেখে যাবে কত খেলা !
মরিতে চাইছে না তবুও..,
তোমায় করিবে অবহেলা !!
জাগিবে মনে জীবন যেন..,
শুধু মিথ্যার আলেয়া !
এ প্রাণ সহে না ধরণীর বুকে..,
দেখিবে যখন চক্ষু মেলিয়া !!
প্রশ্ন জাগিবে - নীরবে শুধুই...,
এ জীবনে কত ব্যাথা !
বাঁধিয়া রেখো না মিথ্যা বাঁধনে...,
রয়েছি এখানে বীথা !!
জীবনের পথে কত যুদ্ধ দেখিবে..,
দিশাহারা চারিদিকে !
ধীরে ধীরে আলোর রঙ..,
হয়ে যাবে আবার ফিকে !!
বুঝবে না কেউ ব্যাথার আবেগ...,
বেদনা থাকিবে নিকটে !
নয়নে বাসনা বাঁধিয়া তবু...,
আাঁধার যাবে না কেটে !!
বিচিত্র জীবন থেমে যাবে...,
কোন মতে এখানে !
ত্যাগ করেছো সব কিছুই...,
মনে রাখিবে তোমায় কোন জনে?
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct