সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: আবাস যোজনায় উপভোক্তা নির্বাচনে গোলমাল প্রসঙ্গে বিডিওদের হুঁশিয়ারি দিয়ে আগেই বিতর্কে জড়িয়েছিলেন বাঁকুড়ার তালডাংরার বিধায়ক অরুপ চক্রবর্তী। এবার প্রকাশ্য জনসভায় তাঁর আক্রমণের নিশানায় পুলিশও। থানার কোনো পুলিশ আধিকারিক অত্যাচারিতের অভিযোগ না নিলে সেক্ষেত্রে ওই পুলিশ আধিকারিককে ঘাড় ধরে থানা থেকে বিতাড়নের হুঁশিয়ারি দিলেন বিধায়ক অরুপ চক্রবর্তী। তাঁর এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই ব্যাপক রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। দিন কয়েক আগেই তালড্যাংরার একটি সভায় দাঁড়িয়ে শাসক দলের বিধায়ক অরুপ চক্রবর্তী বলেছিলেন কোনো দোতলা বাড়ির মালিক আবাস যোজনায় বাড়ি পেলে সেই এলাকার বিডিওর চাকরী থাকবে না। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই দিন চারেক আগে নিজের বিধানসভা এলাকায় দিদির দূত কর্মসূচীতে গিয়ে বিডিও ও প্রশাসনিক আধিকারিকদের গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোর ব্যাপারে হুঁশিয়ারি দেন ওই বিধায়ক। এরপর গতকাল বাঁকুড়ার সিমলাপাল ব্লকের দুবরাজপুর এলাকায় দিদির দূত কর্মসূচিতে গিয়ে পুলিশকে হুঁশিয়ারি দেন তালডাংরার ওই বিধায়ক। সভায় বিধায়ক অরুপ চক্রবর্তী বলেন, বাম আমলে থানায় গেলে অত্যাচারিতের অভিযোগ নেওয়া হত না। এখন কোনো অত্যাচারিত থানায় গেলে তার অভিযোগ লিপিবদ্ধ করতে পুলিশ বাধ্য। কোনো অত্যাচারিতের অভিযোগ কোনো পুলিশ আধিকারিক না নিলে পুলিশ সুপারকে একট ফোন করলে অভিযুক্ত ওই আধিকারিককে ঘাড় ধরে থানা থেকেতাড়ানো হবে। পরে বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন, কর্তব্যে গাফিলাতি থাকলে সেই পুলিশকে তো বের করে দেওয়া হবেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct