জুলফিকার মোল্যা, হিঙ্গলগঞ্জ, আপনজন: মোটর বাইক সারাই করে সংসারের হাল ধরেছেন লক্ষ্মী। জীবন সংগ্রামে লড়াই করে এ যে এক হার না মানার গল্প। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের দুলদুলি পঞ্চায়েতের স্বরূপকাঠি বাজারের বাসিন্দা লক্ষ্মী বৈদ্য দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে বাইক মেরামতের দোকান চালাচ্ছেন গ্রামের রাস্তার পাশে। সুন্দরবনের অঞ্চলের অত্যন্ত এলাকা গাঁ গ্রামের মেয়ে হলেও মোটর বাইক সারিয়ে তাক লাগান লক্ষ্মী। সংসারে অভাব অনাটনের মধ্যে জীবন সংগ্রামকে মেনে নিয়েছিলেন সহজে, আর বুঝেছিলেন যেভাবে হোক দমে গেলে চলবে না। তাই কখনো আর পাঁচটা গ্রামের মেয়ে বৌয়ের মতো ভাগ্যের দোষ দিয়ে ঘরে বসে কেবল চোখের জল না ফেলে হাতুড়ি রেঞ্জ নিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন লক্ষ্মী বৈদ্য। মোটর বাইক, সাইকেল, ভ্যান, মেরামত করে স্বামীর সঙ্গে সংসারে হাল ধরেছে লক্ষ্মী। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মহিলারা যেখানে গৃহস্থলী কাজ নিয়ে ব্যস্ত থাকে সেই জায়গায় দাঁড়িয়ে লক্ষ্মী বৈদ্য যেন এলাকায় এক আলোচিত নাম। যারা গেছে একসময় স্বামী সংসার চালাতেন কিন্তু অভাবের সংসারে কিছুটা স্বচ্ছতা আনার তাড়নায় সাইকেলের পাশাপাশি মোটরবাইক মেকানিকের কাজ শিখে ফুটপাতে ব্যবসা শুরু করেছিলেন। আর এখন কাজ করে সংসারের হাল ধরেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct