আপনজন ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, পশ্চিমা গণমাধ্যম আমাদের আবেগ-অনুভূতি নিয়ে খেলতে পারে না। তুরস্কের ভাগ্য তারা নির্ধারণ করতে পারে না। তাদের প্রপাগান্ডা সম্পর্কে আমরা সতর্ক আছি। তুরস্কের আসন্ন নির্বাচনের আগে দেশটির পরিস্থিতি নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশের জেরে আন্তর্জাতিক গণমাধ্যমের কড়া সমালোচনা করে এমন কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট। নির্বাচনের আগে এরদোগানবিরোধী জনমত তৈরির লক্ষ্যে ওই প্রতিবেদনে বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।তুরস্কের সংবাদ ইয়েনি শাফাক জানিয়েছে, শনিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় দেনিজলি প্রদেশে এক কর্মসূচিতে এরদোগান বলেন, যেসব আন্তর্জাতিক গণমাধ্যম নিজেদের দেশের নির্বাচন নিয়ে তেমন কোনো খোঁজখবর রাখে না, তারা আবার তুরস্কের নির্বাচন প্রতিদিন ফলো করে।’ তুর্কি নেতা বলেন, ‘তারা তাদের নিজেদের বিষয় ফলো না করে নিম্নমানের ও বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে জনগণকে গাইড করার চেষ্টা করছে।’ এরদোগান আরও বলেন, ‘আমাদের ভাইয়েরা কেন এগুলো করছে, কেন আমাদের আবেগ-অনুভূতি নিয়ে খেলছে এবং কেন আমাদের দেশের নির্বাচন নিয়ে অনধিকার চর্চা করছে, সে ব্যাপারে আমরা অবশ্যই সতর্ক আছি।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct