আপনজন ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো ইরান। এতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে অন্তত তিনজন নিহত হয়েছেন। এর সংখ্যা আরো বাড়তে পারে। এছাড়া ভূমিকম্পে এখন পর্যন্ত ৩ শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শনিবার তুরস্কের সীমান্তবর্তী উত্তর-পশ্চিম ইরানে এই ভূমিকম্প আঘাত হানে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে রোববার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৯ এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ইরানের গণমাধ্যম জানিয়েছে, ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের খোয় শহরের কাছে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct