এম মেহেদি সানি, খলতপুর, আপনজন: মহাসমারোহে রবিবার শেষ হল আল আমীন মিশনের দুদিন ব্যাপী আল আমীন উৎসব। পিছিয়ে পড়া সমাজের উত্তরণের জন্য গড়ে তোলা আল আমীন মিশনের বার্ষিক উৎসবের অন্তিম দিনে শরিক হলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী। এদিনের প্রধান অতিথি মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী অকপটে বললেন, আল আমীন মিশনের হাওড়ার খলতপুর ক্যাম্পাসে যদি না আসতাম তা হলে একটা বড় অভিজ্ঞতাকে হারাতাম। ৩৭ বছর ধরে তিলে তিলে গড়ে ওঠা আল আমীন মিশনের সার্থকতা হচ্ছে এটাই, এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে হাজার হাজার ছাত্রছাত্রী দেশের মুখ উজ্জ্বল করছে, আমাদের সমাজের মুখ উজ্জ্বল করছে। শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে নিজেদের জীবনকেও প্রতিষ্ঠা করছে। এটা কম বড় কথা নয়। মন্ত্রী বলেন, শৃঙ্খলাই জাতিকে এগিয়ে নিয়ে যায়। আল আমীন মিশনে ছাত্রছাত্রীর মধ্যে সেই শৃঙ্খলাই বিরাজমান। এখানকার ছাত্রছাত্রীরা শৃঙ্খলাপ্রবণ বলেই তারা যে যে পেশা গ্রহণ করুক না কেন, তারা সেখানে সফল হচ্ছে। এ ব্যাপারে তিনি ভূয়সী প্রশংসা করেন আল আমীন মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক এম নুরুল ইসলামের। এ নিয়ে তিনি বলেন, শিক্ষা বিস্তারের ক্ষেত্রে নুরুল ইসলাম এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বাস অর্জন করে নিয়েছেন এই বাংলায়, দেশের বিভিন্ন প্রান্তে। এই প্রসঙ্গে মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী মধ্যপ্রদেশ থেকে আসা মকসুদ হোসেন ঘোরীর অবদানের কথাও তুলে ধরেন। তিনি বলেন, যেভাবে প্রতিষ্ঠিত ব্যবসায়ী মকসুদ সাহেব তার পরিকাঠামো দিয়ে ইন্দোরে আল আমীন মিশনকে সহযোগিতা করেছেন তার জন্য আল আমীনের তরফ থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আল আমীন মিশন মূলত সংখ্যালঘুদের শিক্ষার বিকাশে নিয়োজিত হলেও তাদের কাছে অন্য সম্প্রদায়ের ছাত্ররাও ব্রাত্য নয়। আল আমীন মিশনের শিক্ষাধারা সংখ্যাগুরু সমাজেও ক্রমশ সমাদৃত হচ্ছে। তাই তাদের কাছে সংখ্যালঘুদের ‘রামকৃষ্ণ মিশন’ হিসেবে এখন আল আমীন মিশন ঠাঁই পাচ্ছে। আল আমীন মিশনের সেই শিক্ষা-ঘ্রাণ নিতে এখন আগ্রহী হয়ে উঠছেন সংখ্যাগুরু সম্প্রদায়ের ছাত্ররাও। তারই ফসল আল আমীন মিশনের
কৃতী নিট-ছাত্র তৃষাঙ্কুর ভৌমিক। শিক্ষার্জনের ক্ষেত্রে কে কোন সম্প্রদায় তা আল আমীন মিশনের কাছে বিবেচ্য নয়, তা আরও একবার বুঝিয়ে দিলেন নুরুল ইসলাম। আর তার সাক্ষী থাকলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। আল আমীন মিশন থেকে এবছর নিটে সফল শিক্ষার্থীদের মধ্যে দুজন ছাত্র ভুবনেশ্বর এইমস-এ ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন। তার মধ্যে অন্যতম হলেন সংখ্যাগুরু সম্প্রদায়ের তৃষাঙ্কুর ভৌমিক (AIR-427)। অন্যজন হলেন ইরফান হাবিব (AIR-594)। তাদেরকে বিশেষ ভাবে সংবর্ধনা দেওয়া হয়। সেসময় তৃষাঙ্কুর ভৌমিক উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে নিজের সফল হওয়ার অভিজ্ঞতা ও আল-আমীন মিশনের সহযোগিতার কথা তুলে ধরেন। এদিন আল-আমীন প্রাক্তনী স্বনামধন্য ডাক্তাররা উপস্থিত ছিলেন তারা হলেন ডা. শেখ হাম্মাদুর রহমান, ডা. ফারুক বিন আনছারী, ডা. কুতুবউদ্দিন আহমেদ, ডা. শেখ সামিম জাভেদ প্রমুখ। আল-আমীন মিশন কর্তৃপক্ষ ওই ডাক্তারদের সংবর্ধনা জ্ঞাপন করেন। সম্প্রতি আল-আমিন মিশন প্রাক্তনী চার ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসে সুযোগ পেয়েছেন। আল-আমিন উৎসবে রবিবার উপস্থিত হয়েছিলেন তাদের মধ্যে দুই কৃতী জাভেদ মুস্তাক ও সাবানা সুলতানা। আল-আমীন মিশন তাদের বিশেষ ভাবে সংবর্ধনা দেয়।
আল-আমীন উৎসবে দু দিন ব্যাপী অনুষ্ঠান থেকে পাঁচ শতাধিক আল-আমীন প্রাক্তন কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়ার আয়োজন করে, যারা বর্তমানে ডাক্তার ইঞ্জিনিয়ারিং এবং রাজ্য সিভিল সার্ভিসে সুযোগ পেয়েছে । শনিবার প্রথম দিনে প্রথম পর্যায়ে শতাধিক প্রাক্তন কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। বাকিদের রবিবার সংবর্ধনা দেওয়া হয়, উপস্থিত বিশিষ্টজনদের কাছ থেকে সংবর্ধনা গ্রহণ করেন আল-আমীন প্রাক্তনীরা। এদিন হাফিজ-এ কুরআন ডাক্তারি পড়ুয়া কলকাতা মেডিক্যাল কলেজের ছাত্র রাইহান উদ্দিন মিস্ত্রি, রায়গঞ্জ মেডিকেল কলেজের ছাত্র মামুন আহমেদ সহ বহু কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধিত করেন আল আমীন মিশন কর্তৃপক্ষ। আল আমীন উৎসবের অন্তিম দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু সালেহ মুহাম্মদ রেজওয়ানুল করিম।এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মারুফ আজম, চণ্ডীতলা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মলয় খান, জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি তমাল চন্দ্র, সংখ্যালঘু বিত্ত নিগমের ডেপুটি ডিরেক্টর সাহিদ আলম, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রীর একান্ত সচিব জুলফিকার হাসান, হুগলি জেলা পরিষদের সচিব শামসুর রহমান, রাজ্য ওয়াকফ বোর্ডের পরামর্শদাতা সৈয়দ সরফরাজ আহমেদ, হাওড়া ডোমা মোদাসসার মোল্লা, হাসিব আলম, ওয়ায়েজুল হক প্রমুখ। প্রথম দিনের মতোই এদিন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিলদার হোসেন ও অনুষ্ঠানের তদারকিতে ছিলেন হাফিজুর রহমান। সোশ্যাল মিডিয়ায় আল আমীন উৎসবের সম্প্রচারের দায়িত্বে ছিলেন জাহির আব্বাস।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct