নিউজিল্যান্ডের ক্রাইস্টচাচে জুম্মার নমাজের আগে দুই মসজিদে বর্বর হামলার পর নিজেদের ব্যবহারকারীদের নিয়ন্ত্রণে আনার গুরুত্বপূণ পদক্ষেপ গ্রহণ করলো ফেসবুক। ব্যবহারকারীদের লাইভ স্ট্রিমিং বা ভিডিও প্রচার করার বিষয়ে নিয়ন্ত্রণ আনতে চলেছে তারা।ফেসবুকে হঠাৎ করে উসকানিমূলক বা বর্বর কোনো কিছু যাতে প্রচার না করা যায়, যে কোনো রকম অশান্তি যেন না সৃষ্টি হয়, সেদিকে খেয়াল রেখেই প্রয়োজনে লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেওয়ার বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে তারা। নিজেদের প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং পরিচালনা করার ব্যাপারটি কীভাবে নিয়ন্ত্রণে আনা যায়, তা নিয়ে ভাবছে ফেসবুক। যদিও তারা বলছে, নিউজিল্যান্ড হামলার পর বৈশ্বিক চাপে পড়ে ফেসবুক এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমটি ইতোমধ্যেই তার প্ল্যাটফর্মের উসকানিমূলক লাইভ স্ট্রিমিং নিয়ন্ত্রণে আনতে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct