আপনজন ডেস্ক: ফের পশ্চিমবাংলার পক্ষে সুখবর। রাজ্যের মেডিক্যাল কলেজেরে তালিকায় এবার যোগ হচ্ছে আরও একটি হাসপাতাল। রাজ্যের বুকে আরও একটি মেডিকেল কলেজ চালু হতে চলেছে খোদ কলকাতায়। আর সেটাও খাস কলকাতার বুকে। মেডিক্যাল কলেজ, কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ নীলরতন সরকার মেডিক্যাল কলেজ আরজি কর মেডিক্যাল কলেজ সহ অন্যান্য সরকারি মেডিক্যাল কলেজের তালিকায় চলে এল বেলেঘাটার আইডি হাসপাতাল। এতদিন সেখানে নার্সিং এবং মেডিকেল টেকনোলজিস্টদের বিভিন্ন পাঠ্যক্রম পড়ানো হতো। কিন্তু ডাক্তারি কোর্স ছিল না। কারণ এই কোর্সের অনুমোদন হাসপাতালের ছিল না। তাই ন্যাশনাল মেডিকেল কমিশনের কাছে আর্জি জানানো হয়েছিল এই হাসপাতালে মেডিসিন ও মাইক্রোবায়োলজি, এই দুই বিভাগে পাঠ্যক্রম চালু করার জন্য। সেই আর্জি গৃহীত হয়েছে। তবে আপাতত শুধুমাত্র মেডিসিন বিভাগে পাঠ্যক্রম চালুর অনুমোদন মিলেছে বলে বেলেঘাটা আইডি হাসপাতালের তরফে জানানো হয়েছে। তবে শুধুমাত্র মেডিসিন বিভাগে পাঠ্যক্রম চালু করার জন্য কমিশন শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছে বলেই জানিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ ডা. অমিতাভ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, বেলাঘাটা আইডি হাসপাতালে এতদিন নার্সিং এবং মেডিকেল টেকনোলজিস্টদের বিভিন্ন পাঠ্যক্রম পড়ানো হলেও কোনও ডাক্তারি পাঠ্যক্রম পড়ানো শুরু হয়নি। এই প্রথমবার সংক্রামক ব্যাধির রেফারেল হাসপাতাল হওয়ার পাশাপাশি সেখানে চিকিৎসা সংক্রান্ত পাঠ্যক্রমও চালু হতে চলেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct