রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: অবৈধভাবে বাড়ি ও জমি বিক্রির অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। আর সেই বাড়ি প্রমোটরদের কাছে বিক্রি করে লাগাতার বাড়ি ছাড়ার জন্য চাপ ও নির্যাতন করার অভিযোগ তুললেন সামসেরগঞ্জের এক পরিবার। অভিযোগের তীর উঠেছে ওয়াহিদ আক্তার ওরফে রনি এবং তৃণমূলের সামসেরগঞ্জের জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লবের বাবা রফিকুল ইসলামের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে জঙ্গিপুরের পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন ধূলিয়ান সিজি প্যাটেল কোম্পানি মোড়ে অবস্থিত নির্যাতিত পরিবারের সদস্যরা। বাড়ি ছাড়তে না চাওয়ায় রাতের অন্ধকারে জোর করে অবৈধভাবে বাড়িতে প্রবেশ করে একটি বাইকে আগুন লাগিয়ে দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ বিচ্চিন্ন ও মূল গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তারা। বারবার সামসেরগঞ্জ থানার পুলিশের কাছে নিরাপত্তা ও সমাধান চাইলেও কোনোরকম সহযোগিতা করেননি বলে দাবি করে ওসি এবং পুলিশের বিরুদ্ধেও এসপির কাছে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। অভিযোগ কারী জেবুন্নেসা খাতুনের অভিযোগ, ওসি স্বয়ং প্রমোটরদের হয়ে কথা বলেন এবং পুলিশি ক্ষমতার অপব্যবহার করেন। পুলিশের সাহসেই রাতের অন্ধকারে বাড়িতে প্রবেশ করে বিদ্যুৎ বিচ্চিন্ন করে দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় একটি বাইকও। বাড়ি ছাড়তে দফায় দফায় হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগ। ফলে নিরাপত্তা নিয়ে কার্যত অনিশ্চয়তায় পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নির্যাতিত পরিবারের সদস্যরা।
এদিকে ঘটনার সত্যতা স্বীকার করলেও তার বিরুদ্ধে ওঠা বাড়ি ও জমি বিক্রির অভিযোগে অভিযুক্ত ওয়াহিদ আক্তার ওরফে রনি সংবামাধ্যমের সামনে মুখ খুলবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। যদিও বাইকে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ও জবরদখলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে পাল্টা তার কেনা বৈধ জমি নিজেদের মধ্যে সমাধান না করে তিন বছর থেকে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন জমির ক্রেতা রফিকুল ইসলাম এবং মিডিলম্যান জাকির হোসেন। জানা গিয়েছে, মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ধূলিয়ানে অবস্থিত দুটি বাড়িতে বসবাস করতেন রুস্তুম আলী বিশ্বাস, উমেদ আলী এবং ইউনুস আলীর পরিবার। একটি রয়েছে সিজি প্যাটেল কোম্পানি মোড়ে, অন্যটি সংহতি উদ্যানের পাশের বলাকা বাড়িতে। নিজেদের মধ্যে সমস্যা থাকায় বাড়ি ভাগ করার জন্য কোর্টে একটি মামলা করা হয়। এদিকে নিজেদের মধ্যে মীমাংসা করতে ২০২২ সালের সেপ্টেম্বর মাসে পরিবারের সদস্যরা বসলেও উমেদ আলীর পৌত্র ওয়াহিদ আক্তার ওরফে রনি বলাকা বাড়ি মাপ জোখ করতে দেননি বলে অভিযোগ। ফলে জমিজট থেকেই যায়। অভিযোগ, দুটি বাড়িতে তিন পরিবারের সকল সদস্য থাকলেও উমেদ আলীর পৌত্র ওয়াহিদ আক্তার ওরফে রনি অবৈধভাবে গোপনে সিজি প্যাটেল কোম্পানি মোড়ে থাকা বাড়ির পাঁচ কাঠা জমি বিক্রি করে দেন। জমিটি কিনে নেন তৃণমূলের সামসেরগঞ্জের জেলা পরিষদ সদস্য আনারুল হক বিপ্লবের বাবা রফিকুল ইসলাম। স্থানীয় সূত্র জানিয়েছে, গত ৭ জানুয়ারি সামসেরগঞ্জ থানার পক্ষ থেকে মীমাংসার জন্য ডাকা হয়। কিন্তু সেখানে পুলিশ এক পক্ষের হয়ে কাজ করেছে বলে অভিযোগ করেন অভিযোগ কারী জেবুন্নেসা খাতুন। বিষয়টি নিয়ে সামসেরগঞ্জ থানার ওসি বিজন রায় জানান, আমার বিরুদ্ধে অভিযোগের কোনো ভিত্তি নেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct