আপনজন ডেস্ক: শুক্রবার ছিল ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনের আরবি ভাষার (বিবিসি আরবি রেডিও) অনুষ্ঠানের শেষ সম্প্রচার। এরপর এই রেডিও চ্যানেলের আর কোনো অনুষ্ঠান শোনা যাবে না। থেমে গেল ৮৫ বছরের দীর্ঘ যাত্রা। খরচ কমাতে বিবিসি বিশ্বজুড়ে বিভিন্ন কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। এর ধারাবাহিকতায় মূলত আরবি ভাষায় রেডিও সম্প্রচার বন্ধ হয়ে গেছে। এখন ডিজিটাল সেবার ওপর জোর দেবে সম্প্রচারকারীরা। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস গত সেপ্টেম্বরে আরবি ভাষায় সম্প্রচার বন্ধ করার ঘোষণা দেয়। শুধু আরবি নয় সেই ঘোষণায় বাংলা, হিন্দি, চাইনিজ, ফার্সিসহ মোট ১০টি ভাষায় রেডিও বন্ধের ঘোষণা দেয় বিবিসি। কর্পোরেশন সেই সময়ে জানিয়েছিল, উচ্চ মূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান ব্যয়ের সম্মিলিত চাপের মুখে এটি একটি ‘কঠিন সিদ্ধান্ত নেওয়া’।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct