এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হলো ৭৪ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ৭০ উর্দ্ধ প্রবীণ নাগরিকদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠের তত্ত্বাবধানে এদিন তিন শতাধিক প্রবীণ ব্যক্তিদের জাতীয় পতাকা, গোলাপ ফুল, মিষ্টি, ফলের ঝুড়ি সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। বৃহস্পতির প্রজাতন্ত্র দিবসের দিন বনগাঁ ত্রিকোনপার্কে খোলা রাস্তায় ওই অনুষ্ঠান ঘিরে বনগাঁবাসীর উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে সবথেকে প্রবীণ নাগরিক হিসাবে উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ডের বাসিন্দা ১০৭ বছর বয়সী সুধারানী দাস।
এদিন বিভিন্ন শিল্পীরা দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন। এক শিল্পীর কন্ঠে বেজে ওঠে ‘সারে জাহাঁ সে আচ্ছা হিন্দোসিতাঁ হমারা।’ সেসময় আবেগঘন হবে পড়েন সকলেই, উপস্থিত বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সহ শত শত বৃদ্ধ বৃদ্ধারা জাতীয় পতাকা উঁচু করে নাড়তে থাকেন। এই মনোরম দৃশ্য উপভোগ করতে ভিড় জমান সাধারণ পথচারীরা। এদিন বনগাঁ পৌরসভার তরফে আমন্ত্রণ জানানো হয় সমস্ত ধর্মের প্রবীণ নাগরিকদের, পাশাপাশি বেশ কিছু প্রবীণ শিক্ষক, কবি, সাহিত্যিক, ধর্মগুরু, আইনজীবীদের। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত বিশিষ্টজনেরা সংবিধান ও বিচার ব্যবস্থা নিয়ে বক্তব্য রাখেন। বনগাঁ পৌরসভার তরফে আয়োজিত এদিনের অনুষ্ঠান থেকে ২৫ জন পরীক্ষার্থীর হাতে সবুজ সাথি সাইকেল তুলে দেওয়া হয় এবং নির্মল বাংলা প্রকল্পের আওতায় মহিলাদের হাতে বালতি এবং ঝাড়ু তুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট বিষয়ে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, ‘আজ বিশেষ দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাকে পাথেয় করে প্রবীণ নাগরিকদের যোগ্য সম্মান দিতে পেরে গর্ববোধ করছি। সংবিধান রচনাকালে যাদের জন্ম হয়েছিল তাদের উপস্থিতিতে আজকের অনুষ্ঠানটা সার্থক। আমি চাই বনগাঁর প্রতিটি প্রবীণ মানুষ সুস্থ থাক, যেকোনো সমস্যায় আমাদেরকে জানালে আমরা সবসময় তাদের পাশে থাকব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct