আব্দুস সামাদ মন্ডল, হুগলি, আপনজন: ফুরফুরা শরীফের পীরজাদা তথা বিধায়ক নওশাদ সিদ্দিকীর নিঃস্বার্থ মুক্তির দাবিতে ফুরফুরা শরীফে গত বৃহস্পতিবার এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের ১৫/২০ পীরজাদা সহ কয়েকশো সাধারণ মানুষ। এই অনুষ্ঠান চলে দুপুর দুটো থেকে সন্ধ্যা পর্যন্ত।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীর ইব্রাহিম সিদ্দিকী তিনি রাজ্য সরকারের তীব্র নিন্দা করেন। উপস্থিত এহিয়া সিদ্দিকীও দুঃখ প্রকাশ করেন। পীরজাদা কাসেম সিদ্দিকী বলেন, বাংলার মানুষ ৩৪ বছরের শিকড়কে তুলতে পারলে ১১ বছরের শেকড়কে তুলতে কিছুই মনে করবে না। কার্যত তিনি সরকারকে হুঁশিয়ারি দেন। তিনি আরো বলেন আগামী রবিবার ডানকুনি হাউজিং এক প্রতিবাদ সভা হবে সকলে উপস্থিত হবেন। পীরজাদা নাজমুস সাহাদাত সিদ্দিকী বলেন, মুখ্যমন্ত্রীকে ক্ষমতায় এনেছি আমরাই। নওশাদকে নিঃস্বার্থ জামিল না দিলে আবার আমরাই নামিয়ে দেব পীরজাদা সাফেরী সিদ্দিকী সরকারের কড়া সমালোচনা করেন এবং গ্রামে গ্রামে মৌন মিছিল করার নির্দেশ দেন। এছাড়া উপস্থিত ছিলেন পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী। তিনি বলেন আমার ভাইকে যেভাবে টানা হিজড়া করে পুলিশ জেলবন্দি করেছে। একজন পীরজাদা এবং এমএলএকে এভাবে অসম্মান করার সাহস পায় কোথা থেকে? । এছাড়া উপস্থিত ছিলেন পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী, পীরজাদা উজায়ের সিদ্দিকী, পীরজাদা খোবায়েব সিদ্দিকী পীরজাদা সাউদ সিদ্দিকী, পীরজাদা সৈয়দ আফতাব উদ্দিন, পীরজাদা সৈয়দ ইমাদ উদ্দিন প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct