নিজস্ব প্রতিবেদক, জয়নগর, আপনজন: দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানা এলাকার জীবন মণ্ডলের হাট এলাকার আল আমীন নগরে সুন্দরবন আল আমীন ফাউন্ডেশনের উদ্যোগের নতুন আল মদিনা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হল বৃহস্পতিবার। আল আমীন মিশন ফাউন্ডেশন পরিচালিত মিশন স্কুল চত্বরের জমিতে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কলকাতার রেড রোডের ইমাম-এ ঈদায়েন ক্বারী ফজলুর রহমান। রাজ্যের মধ্যে অন্যতম আবাসিক সংখ্যালঘু শিক্ষাপ্রতিষ্ঠান। রয়েছে ছাত্র ও ছাত্রীেদর জন্য পৃথক ক্যাম্পাস। ইসলামি ঐতিহ্য বজায় রেখে এই ক্যাম্পাসে মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশুনার ব্যবস্থা রয়েছে। তিরে তিলে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি মহীরুহের আকার ধারাণ করেছে এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজকর্মী ও অবসরপ্রাপ্ত ডব্লুবিসিএস (এক্সিকিউটিভ) মোতালেব আলি সরদার। তিনি জানান, আল আমীন ফাউন্ডেশনের ছাত্রছাত্রীদের নামাজ পড়ার সুবিধার্থে এই নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর। কাছেপিঠে কোনও বড় পরিসরে মসজিদ না থাকায় পড়ুযাদের নামাজ পড়ার অসুবিধা হক। তাই জুম্মাবারের নামাজের সুবিধার্থে বৃহৎ আকারের এই মসজিদটি নির্মিত হলে শুধু আল আমীন ফাউন্ডেশনের পড়ুয়ারাই নন, স্থানীয় মুসলিমরাও নামাজ পড়ার সুবিধা পাবেন বলে তিনি জানান। ইট, বালি সিমেন্ট দিয়ে ভিত্তিপ্রস্তরের সূচনা করে ক্বারী ফজলুর রহমান বলেন, পড়ুয়াদের ইসলামী হুকুম মানতে নামাজ পড়ার জন্য এই মসজিদ গড়ার উদ্যোগ। এই প্রত্যন্ত এলাকায় মসজিদ গড়ার উদ্যোগকে তিনি সাধুবাদ জানান। এই মসজিদটি নির্মিত হলে পড়ুয়াদের ইসলাম সাধনার আরও বিকাশ ঘটবে বলে তিনি মনে করেন। দ্রুত মসজিদ নির্মাণ কাজ শেষ ও জাতির কল্যাণ কামনায় তিনি বিশেষ দোয়া প্রার্থনা করেন। এদিনে এই মসজিদের শিলান্যাস অনুষ্ঠানে মোতালেব আলি সরদার ছাড়াও অন্যান্যদের মধ্যে হাজির ছিলেন, মগরাহাটের তবলিগি মার্কাজের অন্যতম জিম্মাদার মাওলানা আইউব হাসান, মেটিয়াবুরুজের বিশিষ্ট শিল্পপতি ‘রক্সি’ ড্রেসের কর্ণধার হাজি আবদুর রশিদ মল্লিক, বিশিষ্ট অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল্লাহ সরদার, কলকাতা হাইকোর্টের আইনজীবী শাহাবুদ্দিন সরদার, আইনজীবী ইবরাহিম, পোশাক শিল্প ব্যবসায়ী আনিসুর রহমান থান্ডার, এই শিক্ষা প্রতিষ্ঠানের সম্পাদক আবুল হোসেন লস্কর প্রমুখ। বৃহস্পতিবারই ছিল আল আমীন ফাউন্ডেশন মিশনের ছাত্রছাত্রীদের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। গার্লস হস্টেল চত্বরে ছাত্রীরা বিভিন্ন মডেল ও শিল্প প্রদর্শনীর মাধ্যমে তাদের মেধার পরিচয় দেয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct