জুলফিকার মোল্যা, বাদুড়িয়া, আপনজন: ভারতের বীর স্বাধীনতা সংগ্রামী তিতুমীরের বাদুড়িয়ার নারিকেলবেড়িয়ার বাঁশের কেল্লার বেহাল দশা। স্বাধীনতা আন্দোলনের নিদর্শন বাঁশের কেল্লা সংস্কারের দাবি স্থানীয়দের। স্বাধীনতার ৭৫ বছর কেটে গেলেও এখনো বেহাল দশায় উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া ব্লকের নারিকেলবেড়িয়ায় তিতুমীরের বাঁশের কেল্লার। সা্বধীনতা সংগ্রামীদের আত্মরক্ষার জন্য নারিকেলবাড়িয়া নামক স্থানে একটি বাশের কেল্লা বা দুর্গ নির্মাণ করেন। ইতিহাসে এ কেল্লাই নারিকেলবাড়িয়া বাঁশের কেল্লা নামে পরিচিত। স্বাধীনতার ৭৫ বছর পরে এমন দৃশ্য দেখতে হবে তা কেউ মনে হয় কল্পনা করতে পারেননি। ১৭৮২ সালের ২৭ শে জানুয়ারি স্বাধীনতা সংগ্রামী তিতুমীর জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিন থেকে ক্ষোভ উগরে দিলেন শহীদ তিতুমীর মিশনের সম্পাদক রবিউল হক। তৎকালীন ব্রিটিশ শাসনকালে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন স্বাধীনতা আন্দোলনে বিপ্লবী সৈয়দ মির নিশার আলী ওরফে তিতুমীর। এলাকাবাসীর দাবি ইংরেজদের বিরুদ্ধে আপসহীন লড়াই সংগ্রাম করেছিলেন তিতুমীর, সেই তিতুমীরের ঐতিহাসিক যুদ্ধক্ষেত্র নারকেলবেড়িয়ার বাঁশের কেল্লার বেহাল দশা। নারকেলবেরিয়া তিতুমীরের বাঁশের কেল্লায় রয়েছে সৈয়দ মীর নিশার আলী ওরফে তিতুমীরের যুদ্ধের সরঞ্জাম ছুরি, বল্লভ, তীর ,ধনুক, নাঙ্গল,বেল , গুলি লাঠি ইত্যাদি। আর ঠিক সেখানকার বেহাল দশা। তিতুমীর নিদর্শনগুলি সংস্কারের আবেদনের পাশাপাশি তিতুমীরের জন্ম ভিটে ও যুদ্ধের স্থান হেরিটেজ হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct