আপনজন ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে সেই সুদিন আর নেই। নিজেদের সর্বশেষ টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ধোলাই হতে হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে, ছোট খাট দলের কাছেই হারতে হয় নিকোলাস পুরানদের। এমতাবস্থায় কিংবদন্তি ব্যাটার ব্রায়ান চার্লস লারাকে মেন্টর হিসেবে নিয়োগ দিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। নিজেদের ওয়েবসাইটে সিডব্লুআই বিষয়টি নিশ্চিত করেছে। ‘ক্রিকেটের বরপুত্র’ হিসেবে হিসেবে পরিচিত ৫৩ বছর বয়সী লারার কাজ হবে, খেলোয়াড়দের কৌশলগত পরামর্শ দেওয়া আর তাদের ক্রিকেটজ্ঞান উন্নত করা। পাশাপাশি কোচদের সহযোগিতা করা এবং বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে ক্রিকেট পরিচালকের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাওয়া। ওয়েস্ট ইন্ডিজের জিম্বাবুয়ে সফর হতে যাচ্ছে লারার প্রথম অ্যাসাইনমেন্ট।
সফরে দুটি টেস্ট খেলবে ক্রেইগ ব্রাফেটের দল। দায়িত্ব পেয়েই ইতোমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন লারা। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত লারা বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় খেলোয়াড় ও কোচদের সঙ্গে সময় কাটিয়ে এবং সিডব্লুআইয়ের সঙ্গে আলোচনা শেষে সত্যিই বিশ্বাস জন্মেছে যে আমি খেলোয়াড়দের মানসিক দৃষ্টিভঙ্গি ও তাদের কৌশলগুলোকে আরও সফল করতে সাহায্য করতে পারি।’লারাকে দায়িত্ব দেওয়ার বিষয়ে সিডব্লুআই পরিচালক জিমি অ্যাডামস বলেছেন, ‘কোচ ও খেলোয়াড়দের অমূল্য দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে ব্রায়ান আমাদের ক্রিকেট প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন, সেটা দেখতে সত্যিই উন্মুখ। আমরা আত্মবিশ্বাসী যে, তিনি আমাদের উচ্চমানের পারফর্ম করার মানসিকতা ও কৌশলগত সংস্কৃতিকে উন্নত করতে সহায়তা করবেন, যা সব সংস্করণে আমাদের সাফল্য এনে দেবে। তাকে পেয়ে খেলোয়াড়েরা উচ্ছ্বসিত।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct