আপনজন ডেস্ক: বৃহস্পতিবার উত্তর ২৪ পরগণার সীমান্ত এলাকা টাকী সংলগ্ন বৃহত্তর মহিলা শিক্ষা প্রতিষ্ঠান খাদিজাতুল কুবরা বালিকা এতিমখানা ও মাদ্রাসাতে অনুষ্ঠিত হল বৃহত্তম ও গণতান্ত্রিক ভারতবর্ষের ৭৪ তম প্রজাতন্ত্র দিবস। ২৬ শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অত্র মাদ্রাসাতে দিনভর নানা ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিন মাদ্রাসার ছাত্রীরা কেরাত, গজল, কথোপকথন, সহ ইংলিশ, বাংলা,আরবী ও উর্দু ভাষাতে বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন। সকাল দশটায় জাতীয় পতাকা উত্তলন করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রহমান। তিনি বলেন, আজকের দিনে ভারতীয় সংবিধান কার্যকর হয়েছিল সেজন্য আমরা এ দিনটিকে অত্যন্ত শ্রদ্ধার স্মরণ করি। বিশিষ্ট শিক্ষাবিদ মুফতি জাহাঙ্গীর আলম রহমানী বলেন, বাবা সাহেব আম্বেদকর ভারতবর্ষ পরিচালনার জন্য যে সংবিধান রচনা করেছিলেন তা পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম সংবিধান। সংবিধানকে রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক হজরত মাওলানা ইমরান রহমানী, শায়খুল হাদীস হজরত মাওলানা মুস্তাকিম নাদবী, মাওলানা সাহিদুজ্জামান নাদবী, মুফতী জয়নুল আবেদীন, মুফতী আলাউদ্দিন রহমানী, মুফতি আব্দুল বারী সহ মাস্টার জামসেদ আলী প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct