সেখ মহম্মদ ইমরান, কেশপুর, আপনজন: বৃহস্পতিবার সোসাইটি অফিসে মুগবসান টার্গেট ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত মেধা নির্বাচন পরীক্ষা ২০২২ এর ফলাফল প্রকাশিত হলো। এই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল 3941 জন। পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় 21টি সেন্টারে মেধা নির্বাচন পরীক্ষা হয়েছিল বলে জানা গেছে। তৃতীয় শ্রেণীর সর্বোচ্চ নাম্বার প্রাপক সুকান্তপল্লী শ্রী রামকৃষ্ণ এস এস এন এর ছাত্রী অঙ্কনা কুন্ডু প্রাপ্ত নাম্বার ৯৫. তাকে বিশেষ পুরস্কার প্রস্তুত করা হয়েছে। সোসাইটির সম্পাদক সেখ মনিরুল আলম বলেন , নব্বই শতাংশের ওপর প্রাপক ছাত্র ছাত্রীদের স্কলারশিপ, বই, মেডেল, সার্টিফিকেট, ৮১থেকে ৯০ শতাংশ নাম্বার প্রাপককে ৫০০ টাকা বই, মেডেল, সার্টিফিকেট, ৭১থেকে ৮০ শতাংশ নাম্বার প্রাপককে বই, মেডেল, সার্টিফিকেট সহযোগে পুরস্কৃত করা হয়েছে। ৫০শতাংশের ওপর নাম্বার প্রাপককে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে। এছাড়াও প্রতি শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের বই, মেডেল, সার্টিফিকেট সহযোগে পুরস্কৃত করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct