জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয় ১৯৫০ সালের ২৬ জানুয়ারি। ভারত শাসনের জন্য ১৯৩৫ সালে ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ঘটনাকে স্মরণ করে। এটি ভারতের একটি জাতীয় দিবস। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় গণপরিষদ সংবিধান কার্যকরী হলে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। বৃহস্পতিবার ৭৪ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে পুরুলিয়ায় ঝালদা ১ নং ব্লক মাঠে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন ঝালদা মহকুমা শাসক ঋতম ঝা সঙ্গে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত দেব ও পরে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,ঝালদা থানার আইসি , বাঘমুন্ডি ওসি , কোটশিলা ওসি , জয়পুর আইসি , তুলিন ওসি , সুইসা ওসি সহ অন্যান্য আধিকারিকেরা। এদিনের অনুষ্ঠানের ট্যাবলোতে তুলে ধরা হয় রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম। এমনকি ঝালদা ব্লক, বাঘমুন্ডি ব্লক, ঝালদা ২ নং ব্লক ,জয়পুর ব্লক ছাড়াও অগ্নি নির্বাহক দফতরের কার্যকারিতা নিয়ে ট্যাবলো প্রদর্শনী হয়। পাশাপাশি বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছৌ নাচের মাধ্যমে এই অনুষ্ঠান সমাপ্ত হয়। এপ্রসঙ্গে ঝালদা মহকুমা শাসক ঋতম ঝা জানিয়েছেন, আজকের দিনে বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র চালু হয়েছিল আমাদের দেশে। তাই এই দিনটি যোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হলো। তিনি আরও বলেন আগামী দিনে আমরা সকলে মিলে উন্নয়নের ধারা কে এগিয়ে নিয়ে যাব। অনুষ্ঠান শেষে ঝালদা ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শেখ সুলেমান দেশাত্ববোধক মূলক গান গেয়ে অনুষ্ঠানে উপস্থিত মানুষের মন জয় করে নেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct