বাবলু প্রামানিক, দক্ষিন২৪পরগনা, আপনজন: দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবনে নির্দেশখালিতে আল-মানার গার্লস মিশনে অষ্টমতম প্রতিষ্ঠা দিবসে উপলক্ষ করে বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা শিবির ও বিনামূল্যে ঔষধ প্রদান তাছাড়াও ১০০% বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের দশটি ট্রয় সাইকেল বিতরণ। তাছাড়া 200বেশি ছাত্রীদের নিয়ে সুন্দরবন আল-মানার গার্লস স্কুল সামাজিক স্বীকৃতির জন্য লড়াই করে চলছে। নতুন ছাত্রীদের হাতে গোলাপ দিয়ে অভিনন্দন করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোফাক্কার হোসেন (শিক্ষারত্নবিদ), (সমাজসেবক )লোকমান মোল্লা, (রাজ্য সহ সম্পাদক )জনাব আলী আকবর সাহেব, (সম্পাদক) গোলাম মোস্তফা সাহেব, বিশিষ্ট সমাজসেবী ও সুন্দরবন আল-মানার গার্লস স্কুলের কর্ণধার আনোয়ার হোসেন কাসেমী। তিনি বলেন সুন্দরবনের বুকে মহিলারা শিক্ষার আলো থেকে অনেকটা দূরে ছিল। আস্তে আস্তে সুন্দরবনের বুকে মহিলাদের শিক্ষার আলো জ্বালানো জন্য ব্রতি হচ্ছি। আগামী দিনে সুন্দরবনে মহিলারাও পিছিয়ে থাকবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct