নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: ৭৪ তম সাধারণতন্ত্র দিবস পালিত হল কলকাতা পৌর সংস্থায়। এদিন কলকাতা পৌর সংস্থার প্রাঙ্গণে সম্পূর্ন মর্যাদার সঙ্গে সাধারণতন্ত্র দিবস উদযাপন করা হয়। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন মেয়র ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন পৌর কমিশনার বিনোদ কুমার, সচিব হরিহর প্রাসাদ মণ্ডল, সমস্ত বিভাগের ডি জি সহ মেয়র কন্যা প্রিয়দর্শিনী হাকিম। এদিন কলকাতা পুলিশের ব্যান্ডের পক্ষ থেকে অভিবাদন জানানো হয়। কলকাতা পৌর স্কুলের ছাত্র ছাত্রীরা এদিন এই অনুষ্ঠানে হাজির ছিলেন। তারা এদিন সর্বধর্ম সম্প্রীতি বার্তা দেন। বিভিন্ন ধর্ম ও বর্ণের সাজে সজ্জিত হয় পৌর স্কুলের পড়ুয়ারা। এদিন মেয়র ফিরহাদ হাকিম বলেন, এই দেশে আমাদের দেশ। আমাদের দেশের জন্য আমরা প্রাণ ও দিতে পারি। আমাদের সংবিধানে সব কিছু দেওয়া আছে। ভারতের প্রধানমন্ত্রী কি কি কাজ , মুখ্যমন্ত্রী কি কি কাজ, আইন সভার কি কি কাজ সব নির্দিষ্ট করে বলা আছে। সমস্ত সংবিধান মানুষের জন্য ।মানুষের দ্বারা প্রচলিত হয়। আজকে প্রজাতন্ত্রের দিবসে একটা অঙ্গীকার করতে হবে দেশের জন্য। আমাদের রাজ্য স্বাধীনতা সংগ্রামের একটা আক্রা ছিল কলকাতা পৌর সংস্থা। যেখানে অনেক স্বাধীনতা সংগ্রামীরা তাদের অবদান রেখে গেছেন বলে জানান মেয়র ফিরহাদ হাকিম। এদিন একটি বই ও প্রকাশ করা হয়। কলকাতা পৌরশ্রী বিশেষ সংস্করণ উন্মোচন করেন প্রিয়দর্শিনী হাকিম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct