আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস বৃহস্পতিবার বাংলা শেখার জন্য ‘হাতেখড়ি’ দিয়েছেন। রাজ্যপাল সি ভি আনন্দ বোস কেরলের কোচিনের মানুষ। জন্মেছেন কেরলের কোট্টায়ামে। এখন বয়স ৭২ বছর। গত বছরের ২৩ নভেম্বর তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল বা গভর্নর হিসেবে যোগ দেন। যোগ দেওয়ার পর তিনি ঘোষণা করেছিলেন, কলকাতায় তিনি বাংলা শিখবেন। শিশু বা নতুন শিক্ষার্থীকে লিখতে শেখানোর অনুষ্ঠান ‘হাতেখড়ি’। সাধারণত হিন্দুধর্মাবলম্বী শিশুদের সরস্বতীপূজার দিনই হাতেখড়ি দেওয়া হয়। এদিন সাধারণত পূজারি বা কোনো গুরুজনের মাধ্যমে শিশুকে হাতেখড়ি দেওয়া হয়। সি ভি আনন্দ বোসের পরিবার ছিল স্বাধীনতাসংগ্রামী নেতাজির ভক্ত। তাই তিনি নিজের এবং পরিবারের অন্য সদস্যদের নামের শেষে বোস পদবি জুড়ে দিয়েছেন। সেই লক্ষ্য নিয়ে আজ ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস এবং সরস্বতীপূজার দিনে বাংলা শেখার জন্য হাতেখড়ি দেন রাজভবনে আয়োজিত এই হাতেখড়ি অনুষ্ঠানে যোগ দিয়ে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে হাইকোর্টের বিচারপতি, রাজ্য মন্ত্রিসভার সদস্যসহ সংসদ সদস্য, বিধায়ক ও বিভিন্ন দলের নেতারা।
ছোট্ট এক ছাত্রী রাজ্যপালকে হাতেখড়ি দেয়। রাজ্যপাল শ্লেটে লিখলেন বাংলায় ‘অ’ ও ‘আ’। রাজ্যপাল এরপর রাজভবনের একটি প্যাকেটে ওই ছাত্রীর হাতে তুলে দেন গুরুদক্ষিণা। এরপর মমতা বলেন, ‘আজ সরস্বতীপূজা। প্রজাতন্ত্র দিবসের দিন বাংলা শেখার জন্য আমাদের রাজ্যপাল হাতেখড়ি দিলেন। আজ সত্যিই একটি আনন্দের দিন।’ রাজ্যের বিরোধী দলের নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এই হাতেখড়ি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে যোগ দেননি। তিনি এই হাতেখড়ি অনুষ্ঠানের সমালোচনা করে বলেছেন, ‘শিক্ষা দুর্নীতির দাগ মুছতে পরিকল্পিত এই হাতেখড়ি অনুষ্ঠান।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct