সেখ রিয়াজুদ্দিন ও আজিম সেখ,বীরভূম: ২৬ শে জানুয়ারি দেশের ৭৪তম প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে। সেই হিসেবে সারা ভারত কৃষক সভার রামপুরহাট শাখার ব্যবস্থাপনায় এবং সংযুক্ত কিষান মোর্চা ডাকে বীরভূমের রামপুরহাট শহরজুড়ে ট্রাক্টর মিছিল, মানববন্ধন কর্মসূচি এবং পথসভা অনুষ্ঠিত হয়। রামপুরহাট ভাড়শালা পাড়ার দিঘীরপাড় থেকে বেশ কিছু ট্রাক্টারে চড়ে মিছিলটি শহর পরিক্রমা করে।রাজ্য ও কেন্দ্র সরকার বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত লাল পতাকা হাতে দলীয় কর্মীরা অংশগ্রহণ করে।মিছিল শেষে মানববন্ধন কর্মসূচিতে বেশকিছু দাবির প্রেক্ষিতে অঙ্গীকারবদ্ধ হন এবং এক পথসভা আয়োজিত হয়।এদিনের মিছিল এবং সভা থেকে যে দাবিতে আওয়াজ তোলা হয় তার মধ্যে ছিল- প্রজাতন্ত্র দিবসে সংবিধান রক্ষা করার শপথ।মোদি সরকারের বিশ্বাসঘাতকতার প্রতিবাদ জানানো। ফসলের লাভজনক দামের নিশ্চয়তা আইন চালুর দাবি। এবং বিদ্যুৎ বিল ২০২২ প্রত্যাহারের দাবি তোলা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সিপিআইএম নেতৃত্বের পক্ষে সঞ্জীব বর্মন, সঞ্জীব মল্লিক, চন্দ্রকান্ত মাল সহ অন্যান্য নেতৃত্ব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct