অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়া ভবনে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে ‘জাতীয় ভোটার দিবস’ পালন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিণ কৃষ্ণা, জেলা পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত জেলা শাসক (সাধারণ) বিবেক কুমার, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) আবুল কালাম আজাদ ইসলাম, ওসি ইলেকশন পার্থ প্রতিম সরকার সহ অন্যান্য আধিকারিকেরা। উল্লেখ্য, জাতীয় ভোটার দিবস পালনের মূল উদ্দেশ্য হল সর্বোচ্চ সংখ্যায় ভোটারদের, বিশেষত নতুন ভোটারদের নাম নথিভুক্ত করায় উৎসাহ দেওয়া, সেই প্রক্রিয়া জোরদার করা। ভোটার তালিকায় নাম তুলতে সাহায্য করা, উৎসাহিত করা এবং নতুন ভোটারদের নাম সংযোজিত করা। নির্বাচন প্রক্রিয়ায় ভোটারদের আরো বেশী করে যুক্ত করতে তাঁদের সচেতন করে তোলাও এই দিনটি উদযাপনের উদ্দেশ্য। এই উপলক্ষে আয়োজিত নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে নতুন ভোটারদের সংবর্ধিত করা ছাড়াও সচিত্র পরিচয়পত্রও তাঁদের হাতে তুলে দেওয়া হয়। বুধবার এই অনুষ্ঠানের আগে জাতীয় ভোটার দিবসকে সামনে রেখে বাইক মিছিল ও ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক, জেলা পুলিশ সুপার, বালুরঘাট সদর মহকুমা শাসক সুমন দাশগুপ্ত সহ অন্যান্য আধিকারিকেরা।
জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ভোটার রয়েছেন ১৩,০২,৭৩৫ জন। এর মধ্যে পুরুষ ৬৬৫৫০৪ জন, মহিলা ৬৩৭১৬৫ জন ও ৬৬ জন তৃতীয় লিঙ্গের ভোটা রয়েছেন। সর্বশেষ প্রকাশিত হওয়া ভোটার তালিকা থেকে এ বছর প্রকাশিত হওয়া তালিকা অনুযায়ী সর্বমোট ভোটার সংখ্যা বেড়েছে ১২৬০২ জন অর্থাৎ প্রায় এক শতাংশ। জেলা নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, ১৮-১৯ বছরের ১০৫৭১ জন নতুন ভোটার নাম নথিভুক্ত করেছেন। যার মধ্যে ৬৩০১ জন পুরুষ ও ৪২৭০ জন মহিলা। তবে সবমিলিয়ে নতুন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা ভোটারের সংখ্যা ২৪১৯৮ জন। এদিন বেলুন উড়িয়ে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলাশাসক ও জেলা পুলিশ সুপার। এদিনের অনুষ্ঠান মঞ্চে থেকে বেস্ট ইলেক্ট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার, বেস্ট বুথ লেভেল অফিসার দের পুরস্কার দেওয়া হয়।পাশাপাশি ক্যুইজ কম্পিটিশনে বিশেষ স্থান অধিকারী ছাত্রছাত্রীদেরও এদিন পুরস্কার প্রদান করা হয় এবং নতুন ভোটারদের হাতে ভোটার কার্ড তুলে দেয়া হয়। এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা জানান, আজ এখানে জাতীয় ভোটার দিবস পালন করা হচ্ছে। নতুন ভোটারদের উৎসাহিত করবার জন্য আমরা নানা ধরনের উদ্যোগ নিয়েছিলাম। বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। আমাদের জেলায় যারা নতুন ভোটার রয়েছে, আগামী এক বছর বা দেড় বছরের মধ্যে যারা নতুন ভোটের হতে চলেছে বা যারা নতুন ভোটের হয়েছেন তাদেরকে মোটিভেট করবার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। এর জন্য পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড়ে আয়োজন করা হয়েছে। ম্যারাথন দৌড়ে প্রায় ৫০০ জন এর কাছাকাছি লোক অংশগ্রহণ করেছিল। জেলা পুলিশ সুপারসহ তাঁর পুরো টিম এক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। এর জন্য আমি সকলকে ধন্যবাদ জানাই। এ বিষয়ে ওসি ইলেকশন পার্থপ্রতিম সরকার জানান, ভারতীয় নির্বাচন কমিশনের স্থিতিমাপে (প্যারামিটার) ২০২৩ সালের সেরা নির্বাচনী অনুশীলনের(বেস্ট ইলেক্টোরাল প্রাক্টিস) জন্য ‘নির্বাচনী তালিকা পরিষ্কার’ বিভাগে রাজ্য নির্বাচন কমিশনের তরফে বিশেষ মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হতে চলেছে দক্ষিণ দিনাজপুর জেলা। কলকাতায় ন্যাশনাল লাইব্রেরী হলে আজ এই পুরস্কার তুলে দেয়া হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct