রহমতুল্লাহ, সাগরদিঘী, আপনজন: মুর্শিদাবাদের সাগরদিঘীর কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বুধবার। এদিন কাবিলপুর যুব সংঘের মাঠে কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, এবং জিল্লুর রহমান এর জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে এদিনের ক্রীড়া প্রতিযোগিতা আরম্ভ হয়। ছাত্র-ছাত্রীরা বিভিন্ন খেলায় অংশ নেয়, যেমন ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, ৫০০ মিটার দৌড়, ১০০০ মিটার দৌড়, অঙ্ক দৌড়, চামচ গুলি দৌড়, ককফাইট ইত্যাদি। আকর্ষণী খেলার মধ্যে ছিল যেমন খুশি সাজো। প্রধান শিক্ষক মজিবুর রহমান জানান করোনা ভাইরাস এর কারণে বিগত ৩বছর কাবিলপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বন্ধ ছিল। ৩বছর পর ছাত্র- ছাত্রীরা আবার খেলা অংশ গ্রহণ করেন। এদিনে খেলার মাঠে ছাত্র-ছাত্রীদের উচ্ছাস উদ্যোপনা ছিল চোখে পড়ার মতো। বিশিষ্টদের মাঝে উপস্থিত ছিলেন জিল্লুর রহমান, প্রধান শিক্ষক মজিবুর রহমান, আশাদুল্লাহ, নুরুল আমিন, ওবাইদুর রহমান, আব্দুল মালেক, বক্স মাস্টার, মৃত্যুঞ্জয় সরকার, আইনাল হক, ভরত সরকার, আজিজুর রহমান, আব্দুর রউফ, প্ৰমুখ। খেলা শেষে প্রত্যেক বিজয়ী ছাত্র -ছাত্রী বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুর্শিদ সারও জাহান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct