সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: মঙ্গলবার গ্রামের বাড়ি থেকে লালবাগের বাড়িতে আসার পথে, তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান আলতাফ সেখ তিনি গৌরীবাগ আজিমশরা এলাকায় গুলিবিদ্ধ হন। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ভর্তি করা হয়।বুধবার সকালে আলতাব শেখ লালবাগ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুর খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে উপস্থিত হন রাণীনগরের বিধায়ক সৌমিক হোসেন সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীবৃন্দ। সৌমিক হোসেন সাংবাদিকদের বলেন, আলতাফ শেখ এমএসকেতে প্রধান শিক্ষক ছিলেন তিনি খুব ভালো মানুষ ছিলেন। তিনি আরো বলেন আলতাব শেখ ২০০৮ থেকে ২০১৩ পর্যন্ত ৫ বছর প্রধান ছিলেন।
তিনি আরো বলেন, এলাকা শান্ত ছিল কদিন থেকে লক্ষ্য করছি সিপিএম কংগ্রেস কিছুদিন ধরেই ইসলামপুর কে উত্তপ্ত করছে। গতকাল তারই বিস্ফোরণ ঘটল।রাণীনগরের তৃণমূলের বিধায়ক সৌমিক হোসেন বলেন, আমিনুল ইসলাম বাপি আগে যে তৃণমূল করতেন ভোটের সময় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।তিনি আরো বলেন বিভিন্ন জায়গায় সিপিএম কংগ্রেস এক হয়ে অশান্তি করার চেষ্টা করছে। তিনি বলেন আলতাব শেখ খুব ভালো লোক ছিলেন এরকম ভালো লোককে মারা খুবই অন্যায়। তিনি আরো বলেন সামনে পঞ্চায়েত ভোট পঞ্চায়েত ভোটের আগে এরকম ভালো লোককে শেষ করে দেয়া খুবই অন্যায় কাজ, পুলিশকে এ ব্যাপারে জানানো হয়েছে বলে তিনি জানান যে তাড়াতাড়ি এই খুনের আসামি যাতে ধরা পড়ে। যদিও মুর্শিদাবাদ থানা গতকাল রাতে তিনজন কে কেশবপুর থেকে আটক করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct