এম মেহেদী সানি, গোপালনগর, আপনজন: উত্তর ২৪ পরগনার গোপালনগর হাইস্কুলের মাঠে একাধিক দাবিতে প্রকাশ্যে জনসভার আয়োজন করে ডিওয়াইএফআই। বুধবার ওই জনসভায় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জী। সভায় বক্তব্য রাখার সময় মীনাক্ষী একাধিক দাবি তুলে ধরে বর্তমান শাসক দলের দুর্নীতি নিয়ে কড়া সমালোচনা করেন। প্রকাশ্য জনসভায় শাসক দলকে নিশানা করে মীনাক্ষী মুখার্জী বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সদস্যরা লাল ঝান্ডা হাতে নিয়ে দাঁড়িয়ে থেকে মনোনয়ন পত্র জমা দেবেন। কেউ ট্যা ফোঁ করতে এলে টেঙরি খুলে দেওয়া হবে।’ তিনি আরও বলেন, জেলে বসেই এবারের সরস্বতী পুজোর ফিতে কাটবেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। আর সেখানে পুরোহিতের অভাব হবে না। কারণ, সেখানে মানিক এবং সুবীরেশ– এই দুই ভট্টাচার্য রয়েছেন।’ মীনাক্ষী মুখার্জীর বক্তব্যের পাল্টা সমালোচনা করে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, ‘সিপিএমের দেখে নেওয়া উচিত ৩৪ বছরে যখন সরকারে ছিলেন তখন মানুষ ভোট দিতে যেতে পারতেন না। তাদের মুখে এটা মানায় না।’ মীনাক্ষী মুখার্জীকে নিশানা করে বিশ্বজিৎ বলেন ‘বাচ্চা মেয়ে অনেক বাকি আছে পলিটিক্সের।’ বুধবার ডিওয়াইএফআই আয়োজিত জনসভায় মীনাক্ষী মুখার্জী ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক সপ্তর্ষি দেব, জেলা সভাপতি সফিকুল সরদার সহ অন্যান্যরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct