জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: বাঘমুন্ডিতে নলবাহী বিশুদ্ধ পানীয় জল সরবরাহ প্রকল্প থেকে পানীয় জল বন্ধ। প্রায় পাঁচ দিন ধরে পানীয় জল সরবরাহ বন্ধ থাকায় ক্ষোভে ফুঁসছেন বাঘমুন্ডিবাসী। ঘটনাটি শুধু এবারেই নয় আরও ঘটে থাকে প্রায়দিনই বলে জানা যায়। বাঘমুন্ডি পানীয় জল সরবরাহ দফতর থেকে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে জানালেন এলাকাবাসী। অনেক বাসিন্দা এই টাইমকলের উপরেই নির্ভর করে থাকেন কিন্তু বর্তমানে পানীয় জল সরবরাহ বন্ধ থাকায় তারা বেশ দূর দূরান্ত থেকে নলুকূপ বা কুয়ো থেকে পানীয় জল নিয়ে আসতে বাধ্য হচ্ছেন। পানীয় জল সরবরাহ প্রকল্পের এক কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, অতি শীঘ্রই শুরু হবে। তবে কবে মিলবে আবার পানীয় জল সেই দুশ্চিন্তায় প্রহর গুনছেন এলাকাবাসী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct