আনোয়ার আলি, মেমারি, আপনজন: প্রতি বছর ২৫শে জানুয়ারি সারা ভারতে নির্বাচন কমিশনের উদ্যোগে ভোটারস ডে পালন করা হয়। স্বাভাবিক ভাবেই এই দিনকে কেন্দ্র করে নানা ধরনের কর্মসূচি পালন করে জাতীয় নির্বাচন কমিশন। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার মেমারি ১ ব্লকে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের শংসাপত্র প্রদান করা হল। ভোটদানের ক্ষেত্রে ইভিএম মেশিনের গুরুত্ব বিষয়ক রচনার জন্য এই শংসাপত্র দেওয়া হয়। উপস্থিত ছিলেন মেমারি ১ ব্লক সমষ্টি উন্নয়ণ আধিকারিক ড. আলি মহম্মদ ওয়ালিউল্লাহ, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম সহ অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকরা। এছাড়াও সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর জেলা প্রশাসনিক বৈঠক ও ২৮ জানুয়ারি জয় জোহার মেলা নিয়ে একটি প্রস্তুতি বৈঠক হয় পঞ্চায়েত সমিতির মিটিং হল-এ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct