আপনজন ডেস্ক: যুক্তরাজ্যের একজন মন্ত্রী জানিয়েছেন, আশ্রয় প্রত্যাশী ২০০ শরণার্থী শিশু সরকারি আশ্রয়কেন্দ্র (হোটেল) থেকে হারিয়ে গেছে। এই আশ্রয়কেন্দ্রের দায়িত্বে আছে দেশটির হোম অফিস। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য অবজারভার গত শনিবার এক অনুসন্ধানমূলক খবর প্রকাশ করে। এতে জানানো হয়, ওই আশ্রয়কেন্দ্রের একজন কর্মকর্তা জানিয়েছেন, সেখানে থাকা শিশুদের রাস্তা থেকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়া হচ্ছে। খবর প্রকাশ হওয়ার পর এটি স্বীকার করে সরকার। সোমবার হোম অফিস মন্ত্রী সিমন মুরে ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডসে জানান, নিখোঁজ শিশুর মধ্যে অন্তত একজন মেয়ে আছে। এছাড়া আরও ১৩ জনের বয়স ১৬ বছরের নিচে। তিনি আরো জানিয়েছেন, ২০০ শিশুর মধ্যে ১৭৬ জনই আলবেনিয়ার। পুলিশ এর আগেও শিশুদের নিরাপত্তা নিয়ে সতর্কতা দিয়েছিল। তবে যেসব শিশু একা ব্রিটেনে এসেছে তাদের লক্ষ্য করছে অপহরণের সাথে জড়িত অপরাধ চক্রটি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct