দেবাশীষ পাল, মালদা, আপনজন: পঞ্চায়েত ভোটের প্রাক্কালে বিরোধী শিবিরে ফের বড়সড় ভাঙন ধরাল তৃণমূল। বিধায়ক এবং ব্লক সভাপতির উপস্থিতিতে কংগ্রেস, সিপিআইএম ছেড়ে প্রায় ৩০০ কর্মী যোগ দিলে শাসক দলে। মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হতেই এই যোগদান দাবি বিধায়কের। সাথে যোগদান কর্মসূচি থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সদ্য দলত্যাগীদের চোর বলে কটাক্ষ করেন বিধায়ক। আর যে মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিধায়ককে পাল্টা জোচ্চোর বলে আক্রমণ কংগ্রেসের।খোঁচা বিজেপির। মালদা জেলার চাঁচল ১ নং ব্লকের অন্তর্গত কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের ডারকিনারা এলাকায় কংগ্রেস এবং সিপিআইএম ছেড়ে প্রায় মহিলা পুরুষ উভয় প্রায় ৩০০ জন কর্মী যোগ দেয় তৃণমূলে। চাঁচল বিধানসভার বিধায়ক নীহার রঞ্জন ঘোষ ও চাঁচল ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হাফসার আলীর হাত ধরে হয় এই যোগদান। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন চাঁচল ১ নং ব্লক তৃণমূল সভাপতি আফসার আলী, ব্লক সহ-সভাপতি অমিতেশ পান্ডে, মহিলা সভানেত্রী শ্রাবণী চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। চাঁচলের তৃণমূল কংগ্রেসের বিধায়ক দাবি করেন, এই এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য না থাকায় তেমন কোন উন্নয়ন হয়নি। মানুষ সেটা বুঝতে পেরেছে। উন্নয়নের জন্য তাই তারা তৃণমূলে যোগ দিলো। সাথে কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া নেতাদের উদ্দেশ্যে তিনি ছুড়ে দেন কটাক্ষের তীর।
তিনি বলেন যারা তৃণমূল ছেড়েছেন তারা বুঝতে পেরেছিলেন তৃণমূলে থেকে চুরি করা যাবেনা। তাই কংগ্রেসে যোগদান করেছেন। যদিও বিধায়কের এই মন্তব্যের বিরোধিতা করে পাল্টা বিধায়ককে জোচ্চোর বলে তীব্র আক্রমণ কংগ্রেসের। চাঁচল ১ নং ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক কাজী আতাউর রহমান বলেন,যারা যোগদান করেছেন তারা কংগ্রেসের কেউ নয়। যেহেতু তৃণমূলের ব্লক কমিটিতে ভাঙন ধরিয়েছে কংগ্রেস তাই এই সব মিথ্যে যোগদানের নাটক করছে। সমগ্র ঘটনা নিয়ে আবার তৃণমূল এবং কংগ্রেসকে একযোগে খোঁচা বিজেপির। বিজেপির মালদা জেলা যুব মোর্চার সহ-সভাপতি সুমিত সরকারের দাবি কংগ্রেসের গর্ভ থেকেই তো তৃণমূলের জন্ম। তাই একজন চোর হলে অন্যজন জোচ্চোর হবেই। কটাক্ষ পাল্টা কটাক্ষে পঞ্চায়েত ভোটের প্রাক্কালে সরগরম এলাকার রাজনীতি। প্রসঙ্গত সমগ্র চাঁচল এলাকা একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিলো। কিন্তু গত পঞ্চায়েত ভোট থেকেই বদলে যায় এলাকার রাজনৈতিক সমীকরণ। বিধানসভা ভোটে মুখ থুবড়ে পড়ে কংগ্রেস। কংগ্রেস দুর্গ দখল করে তৃণমূল। এই পঞ্চায়েত ভোটে তাই নিজেদের জমি ফিরে পেতে মরিয়া কংগ্রেস। অন্যদিকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct