নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: ২৬ শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস ও সরস্বতীপূজার দিনে রাজ্যের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই । দিনভর তাপমাত্রা উর্ধ্বমুখী থাকবে। তবে আগামীকাল এবং তারপরের দিন এই দুদিন কলকাতা সহ তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে কুয়াশার দাপট থাকবে। ২৯ ও ৩০ জানুয়ারি ঠান্ডা বাড়বে । আবার ৩১শে জানুয়ারি ঠান্ডা কমবে অর্থাৎ তাপমাত্রা কখনো বাড়বে অথবা কখনো কমবে। কিন্তু ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ফের শীত ঘুরে আসবে বঙ্গে । বুধবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলে অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান ।তিনি বলেন, আজ ২৫ তারিখ ও আগামী ৩ দিন ২৬,২৭, ২৮ জানুয়ারী দক্ষিণবঙ্গের ক্ষেত্রে রাতের তাপমাত্রার কোন উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। ঠান্ডা যেরকম কম আছে, এরকমই থাকবে। এক ডিগ্রি আর বাড়বে। আজকে কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৮.৭ ডিগ্রি । এটা এক ডিগ্রি বেড়ে আগামী তিন দিনে ১৯ অথবা সাড়ে ১৯ ডিগ্রি গিয়ে দাঁড়াবে । দক্ষিণবঙ্গের সমস্ত জেলার জন্য একই তাপমাত্রা বজায় থাকবে।
২৯- ৩০ তারিখ নাগাদ যে টেম্পারেচার বাড়বে সেটা দু থেকে তিন ডিগ্রি কমতে পারে। সাময়িকভাবে দুদিনের জন্য।আরেকটা ঠান্ডার স্পেল আবার আসবে ২ ফেব্রুয়ারি নাগাদ। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিনে কোন তাপমাত্রায় চেঞ্জ নেই ।যেটা চলছে সেটাই চলবে। উত্তরবঙ্গের জেলাগুলো বিশেষ করে উপকূল লাগোয়া জেলাগুলোতে ও কলকাতাতে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকছে আগামী ৪৮ ঘণ্টায়। যেহেতু বে অফ বেঙ্গল এর উপরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত অবস্থান করছে সেখান থেকে জলীয় বাষ্প আমাদের অঞ্চলে প্রবেশ করছে ।বৃষ্টির এই মুহূর্তে কোথাও কোন সম্ভাবনা নেই। আজ ২৬ শে জানুয়ারি প্লাস সরস্বতী পুজো ফলে বৃষ্টির কোথাও কোন সম্ভাবনা নেই। কলকাতার ক্ষেত্রে ঠান্ডা দিনের বেলা তো থাকবেই না ভোরের দিকেও ঠান্ডা অনেকটাই কম থাকবে। টেম্পারেচার ১৯ এর কাছাকাছি থাকবে ।তার নিচেনামার সম্ভাবনা এখন নেই এই মুহূর্তে। ৪ ডিগ্রি তাপমাত্রা ওপরে চলছে।k গোটা রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি কাছাকাছি থাকবে আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রির কাছাকাছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct